আমাদের কথা খুঁজে নিন

   

কিংবদন্তী এস এম সুলতানের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি



তার ডাক নাম লালমিয়া আর আমাদের কাছে তিনি পরিচিত এস এম সুলতান নামে । বাংলাদেশের কিংবদন্তী বরেণ্য চিত্রশীল্পি এস এম সুলতান । চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৪ তম জন্মবার্ষিকী আজ ১০ আগস্ট চলে গেল । এস এম সুলতান ১৯২৪ সালে ১০ আগস্ট নড়াইল শহরের কাছে মাছিমদিয়া গ্রামে জন্ম নেন। আর ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বরেণ্য এ চিত্রশিল্পী।

প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকলেও সহজাত অংকনকুশলতা আর অদম্য আগ্রহের কারণে বিশেষ বিবেচনায় তাকে ভর্তি করেছিল কলকাতা আর্ট কলেজ। কিন্তু শিক্ষা অসমাপ্ত রেখেই সেখান থেকে দেশভ্রমণে বেরিয়ে পড়েন সুলতান। প্রথমে ভারতের বিভিন্ন রাজ্য তারপর তদানীন্তন পশ্চিম পাকিস্তান। ছুটেছেন পশ্চিমেও, সেখানে প্রদর্শনী করেছেন দালি, পিকাসোর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে। কিন্তু ইউরোপ ও আমেরিকা ঘুরে ১৯৫৩ সালে আবার দেশেই ফিরে আসেন সুলতান।

কিছুদিন ঢাকা আর্ট কলেজের ছাত্রাবাসে অবস্থান করে ফিরে আসেন নড়াইলে। নড়াইলে এসেও স্থির হয়ে থাকেননি। ঘুরে বেড়িয়েছেন এক স্থান থেকে অন্য স্থানে। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমিতে একক চিত্র প্রদর্শনীর মাধ্যমে মূলত এ দেশের নাগরিক সমাজের সঙ্গে তার পরিচয় ঘটে। বর্ণময় জীবনে শিল্পী সুলতান জাতীয় এবং আন্তর্জাতিক নানা পুরস্কার লাভ করেন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বাংলার এ শিল্পীকে ম্যান অফ অ্যাচিভমেন্ট সম্মাননা দিয়েছে তাকে। ১৯৮২ সালে পান একুশে পদক এবং ১৯৯৩ সালে তাকে দেওয়া হয় স্বাধীনতা পদক। শিল্পী সুলতানের ঘটনাবহুল জীবনকে সেলুলয়েডের পাতায় ধরেছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ; প্রামাণ্যচিত্র 'আদম সুরত' এর মাধ্যমে। এই কিংবদন্তীতুল্য বরেণ্য চিত্রশিল্পীকে নিয়ে ফ্যাশন হাউজ কিংবদন্তী এনেছে একটি টি-শার্ট । এস এম সুলতানকে শ্রদ্ধা জানাতেই কিংবদন্তী এই টি-শার্ট এনেছে ।

এই টি-শার্টে মূলত আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা ছবি দিয়ে ডিজাইন করা হয়েছে । ডিজাইন করেছেন মাহবুব । কিংবদন্তীর শোরুমে টি-শার্ট টি পাওয়া যাচ্ছে । কিংবদন্তী: ১২৭ আজিজ সুপার মার্কেট শাহবাগ ঢাকা । কৃতজ্ঞতাঃ বিডি নিউজ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।