আমাদের কথা খুঁজে নিন

   

ভাবলে অবাক লাগে আমরা কি শিক্ষা দিচ্ছি ??????

যে কোন প্রয়োজনে স্বরণ কইরেন: hopelessduniya@yahoo.com এই আইডি তে..এড কইরেন...

টিভি দেখতে বসলে আমাদের দেশী চ্যানেল অবশ্যই দেখি। যদি ও দেশী চ্যানেল এ শুধু খবর দেশী, যখন খবর দেখি তখন খবরের মাঝে এড হয় তাও দেখি কারণ আমাদের দেখার জন্যই তো লাখ লাখ টাকা দিয়ে এড দেওয়া। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর এড এখন তৈরী হচ্ছে ভাবতে এবং দেখতে ভালোই লাগে। বিষেশ করে মোবাইল কোম্পানীর এড গুলোর তো তুলনাই হয় না। তার পর ও হতাশ হই কিছু এড দেখে।

যেমন: প্রাণ লেয়ার নামক এক চকলেটের এড দেখে। এই এড এ দেখানো হয় দুটো বাচ্চা রাস্তার একজন বৃদ্ধ মানুষের কাছ থেকে ছলনা করে মিথ্যা কথা বলে চকলেট ছিনিয়ে নিয়ে চকলেট খায়। শুধু তাই নয় পরে যখন চকলেট ঐ দুজন বাচ্চা নিয়ে এসে খায় তকন ঐ দুজনের একজন, অন্য চকলেট এর ভাগ চাইলে বলে তুমি কে তোমাকে তো চিনিনা....................... এড টি শিশুদের পণ্যের আর তাই এই এড টি অবশ্যই শিশুদের দেখার জন্য তৈরী করা হয়েছে। এখানে এই এড এ প্রথমে দেখানো হচ্ছে কিভাবে চুরি করে মিথ্যার আশ্রয় নিয়ে জিনিষ চুরি করা যায় এবং পরের আরো দেখানো হচ্ছে কিভাবে চুরি্ করা জিনিষ এর ভাগ অন্য কে না দিয়ে নিজেয় সম্পূর্ণ বোগ করা যায়। শিশুরা কোমলমতি।

তারা তাদের এই বয়সে যা জানবে, যা শিখবে তাই তারা করবে এবং এই শিক্ষা ধরে রাখবে। আমরা কি এই সব চুরি বিদ্যা, মিথ্যা বলা, নিজেই সকল কিছু ভোগ করার মত জঘন্য ও খারাপ শিক্ষা আমাদের শিশু দের দিচ্ছিনা ? শিশুদের এই শিশুকালে যা শিক্ষা দেওয়া হবে তা তারা সারা জীবন ধরে রাখবে। আর তাই এই সকল খারাপ শিক্ষা শিশুরা যে শিখছে তারা তাদের পরবর্তি জীবনেও কাজে লাগাবে। যা নিশ্চয় দেশ ও দশের জন্য মঙ্গল কর হবেনা। ভাবতে আরো অবাক লাগে বিভিন্ন টিভি চ্যানেল গুলো টাকার জন্য কতটাই না নিচে নামতে পারে।

শুধু টাকার জন্যই তারা বিচার বিবেচনা না করেই, দেশ ও জনগনের কথা না ভেবেই এড প্রচার করে। আমার মতে এই সকল কুশিক্ষা সম্বলিত এড বা বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করা হোক এবং যে প্রতিষ্ঠান এই রকম কুশিক্ষা সম্বলিত এড তৈরী করেছ তার যথাযথ বিচার হোক। যাতে করে আর কোন প্রতিষ্ঠান এরকম কুশিক্ষা সম্বলিত এড বিশেষ করে শিশুদের এড তৈরী করতে না পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.