আমাদের কথা খুঁজে নিন

   

ভাবলে ভালো লাগে



যাও ছেড়ে চলে ভাবনা আমার --------একমত হতে পারছি না । ভাবনা ছাড়া আমরা কি এগুতে পারবো । হবুচন্দ্র পায়ে জুতা ছিল না তাই ভেবে গবু খুন । আমরাও এ রকমই কিছু করি ---না না খুন হতে বলছি না । চিন্তা ভাবনা করতে বলছি।

চিন্তা ভাবনা করতে গিয়ে া আবার হেমায়েতপুর যেন কেউ চলে না যাই তা যেন খয়াল রাখি। চিন্তা করি আর ভাবি । ভাবনাটা ভাবিকে নিয়ে নয় । দেশের বিজ্ঞান শিক্ষার ভবিষ্যত নিয়ে ? মাদ্রাসা শিক্ষা সার্টিফিকেট পাচ্ছে এটা নিয়ে ভাবিত নই, কিন্তু মাদ্রাসা যারা পড়ে তাদের চি্ন্তার জগতে তালা মেরে যাচ্ছে এই কারনে আমি চিন্তিত। আমাদের দেশে মাদ্রাসা খুলেতে উৎসাহ দিয়েছিল ব্রিট্রিশরাই ।

ও ব্যাটাদের চিন্তা ছিল সুদুর প্রসারী । যাতে বাঙ্গালী মুসলমানেরা চিন্তা করতে না পারে। ইসলামিক জগতের মাদ্রাাস ছিল জ্ঞান এবং চিন্তার পীঠস্থান । আর বিট্রিশ মাদ্রাসা হলো কি ভাবে চিন্তা জগতে তালা মারা যায় তারই সিস্টেম। আমরা কি নিজেদের চিন্তায় বিট্রিশদের ফাসী গলায় পড়ছি না ?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.