আমাদের কথা খুঁজে নিন

   

ঘরোয়া খিচুড়ি

খিচুড়ির নাম শুনলেই নস্টালজিয়ায় আক্রান্ত হয় মন। খিচুড়ি নিয়ে সবারই কম-বেশি স্মৃতিকাতরতা থাকে। দেশের সব জেলায় খিচুড়ির জনপ্রিয়তা থাকায় এর রেসিপিতেও রয়েছে বৈচিত্র্য। নানানভাবে এটা রান্না করা যায়। আজকের বৃষ্টিময় দিনে দেওয়া হলো মাংস দিয়ে খিচুড়ি রান্নার সহজ একটি রেসিপি।

 

উপকরণ:

 

- পোলাও'র চাল ৬ কাপ

- মসুরের ডাল আধা কাপ

- মুগ ডাল আধা কাপ

- গরুর মাংস ১ কেজি

- পেঁয়াজ কুঁচি ১ কাপ

- আদা বাটা ২ টেবিল চামচ

- রসুন বাটা ২ টেবিল চামচ

- জিরা গুড়া ১ চা চামচ

- শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল কতখানি খেতে চান সেইভাবে দেবেন)

- হলুদ গুড়া ২ চা চামচ

- জয়ত্রী বাটা আধা চা চামচ

- জয়ফল বাটা এক চিমটি

- গরম মশলা (এলাচি কয়েকটা, দারুচিনি কয়েক পিস)

- লবণ স্বাদমতো

- ভিনেগার ১ চা চামচ অথবা লেবুর রস ২ চা চামচ (গোশত নরম করার জন্য)

- কয়েকটা আস্ত কাঁচামরিচ

- তেল দেড় কাপ

- পানি (প্রণালীতে বলা হবে)

 

প্রণালী:

 

পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ ভেজে নিন। এবার এক এক করে উপকরণের সকল মসলা দিয়ে দিন। শুরুতে আদা বাটা, রসুন বাটা দিন। এবার গুড়া মশলা গুলো দিয়ে দিন। এরপর বাকি মসলা দিয়ে কিছুক্ষণ নেড়ে এককাপ পানি দিয়ে ঢেকে দিন।

তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করুন। এখন মাংস দিয়ে দিন। দুইকাপ পানি দিন। ভিনেগার বা লেবুর রস দিয়ে দিন। ঢাকনা দিয়ে রান্না করুন।

মাঝে মাঝে ঢাকনা তুলে উলটে দিন।

এবার ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে চাল, ডাল কিছুক্ষণ ভেজে নিন। মাংসের সঙ্গে চাল আর ডাল ভালোমতো মেশান। এবার পানি দিন। পানির পরিমাণ হবে চালের উপরে এক ইঞ্চির মত।

পানি শুকিয়ে এলে ঢাকনা তুলে কাঠের চামচ দিয়ে যত্ন করে খিচুড়ি উল্টে-পাল্টে চুলার আঁচ কমিয়ে দিন। ১০ মিনিট পর নামান। সালাদ/ আচার দিয়ে পরিবেশন করুন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.