আমাদের কথা খুঁজে নিন

   

ঘরোয়া রাজনীতির ৯ শর্ত



শর্ত দিয়ে ১৭ মাস পর সারাদেশে ঘরোয়া রাজনীতির উপর নিষেধজ্ঞা শিথিল করেছে সরকার। একই সাথে ঘরোয়াভাবে সভা সমাবেশ করার অনুমোতি দেয়া হয়েছে। সরকারের অনুমতি নিয়ে ও নয়টি শর্ত মেনে রাজনীতিবিদদের সভা করতে হবে। তবে তা অবশ্যই হতে হবে ঘরের মধ্যে। যার শব্দ বাইরে যাবে না।

১. সভা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৪৮ ঘন্টা আগে সংশ্লিষ্ট মহানগর পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষেত্রমত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে হবে, সভায় দুইশ জনের বেশি অংশ নিতে পারবে না। ২. দুইশত জনের বেশি ব্যক্তি অংশ নিলে সভা অনুষ্ঠানের ৭২ ঘন্টা আগে সংশিষ্ট মহানগর পুলিশ কমিশনার বা ক্ষেত্রমত জেলা ম্যাজিস্ট্রেট-এর কাছ থেকে অনুমতি নিতে হবে। ৩. সভা কোন বাসভবন, কমিউনিটি সেন্টার, হোটেল, রেষ্টুরেন্ট বা সংগঠনের কার্যালয়ের ভেতর ঘরোয়া পরিবেশে করতে হবে। ৪. উন্মুক্ত স্থানে কোন সভা করা যাবে না। ৫. সভায় কেবল দলীয়, সাংগঠনিক এবং নির্বাচন সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া যাবে।

৬. দলীয়, সাংগঠনিক ও নির্বাচন ছাড়া অন্য কোন বিষয়ে আলোচনা বা সিদ্ধান্ত নেয়া যাবে না। ৭. সভার কার্যক্রম কোন ইলেক্ট্রনিক প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা যাবে না। ৮. তবে সভার সংবাদ বা সংবাদচিত্র নিয়মিত সংবাদের অংশ হিসাবে সম্প্রচার করা যাবে। ৯. সভার আলোচনা বা কার্যক্রম সভাস্থলের বাইরে শোনা যায় এমন কোন শব্দযন্ত্র সভায় ব্যবহার করা যাবে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.