আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার তথ্য সংগ্রহ কেন্দ্র থেকে - ১

আমি জবাব দিতে এসেছি, যারা জবাব চায়, তবে অবান্থর নয়।

আমি এইবার ছবিযুক্ত ভোটার তালিকার কার্যক্রমে তথ্য সংগ্রহের দায়ত্বে ছিলাম। তো বিচিত্র সব মজার এবং দুঃখের অভিজ্ঞতা অর্জন করেছি। ধারাবাহিক তা লিখে যাব। তো বন্ধরা শুরু করি।

প্রথম দিন একটি বাসায় গেলাম। একজন মহিলা ভোটার হবেন। শিক্ষাগত যোগ্যতা লিখলেন দশম শ্রেণী। ফরম পূরণ করার এক পযায়ে স্বাক্ষর নিতে হবে। আমি উনাকে কলমটা বাড়িয়ে দিলাম।

তিনি উনার দু'মেয়ের দিকে চেয়ে থাকলেন (উল্লেখ্য একজন দশম শ্রেণীতে এরং অন্যজন নবম শ্রেণীতে পড়ে)। আমি বললাম আপনি আপনার নাম লিখেন। উনার মেয়ে দুটি বলল আম্মু ভিতরে গিয়ে লিখবেন। তখন আমি বুঝতে পারলাম ঘটনা আসলে কি? আমি বললাম স্বাক্ষর আমার সামনে করতে হবে। তখন তিনি অপারগতা প্রকাশ করলেন।

আমি বললাম তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা দশম কেটে দিয়ে নিরক্ষর লিখি। তাতে তিনি রাজি নন। আমি উনার নাম একটা কাগজে লিখে দেখে লিখতে দিলাম। "হুছনেরা" এই শব্দটা লিখতে উনার পাচঁ মিনিট লেগেছিল। আর লেখাটি হয়েছিল দেখার মত।

হাজার হোক দশম শ্রেণী পাশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.