আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার ১৯৪ হলেও ভোট পড়েছে ২৫৬

রাজনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ে কাউন্সিলর ভোট ১৯৪ হলেও ভোট পড়েছে ২৫৬টি।

দলীয় সুত্র জানায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার লিখিত নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে রাজনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাধারন সম্পাদক পৃথক প্রার্থী হিসাবে ২ দিনে এ ভোটের আয়োজন করেন। সাধারন সম্পাদক মো আছকির খান বুধবার বিকালে স্থানীয় এক কমিউনিটি সেন্টারে সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলের উপস্থিতিতে লিখিত ভোটে উপজেলা চেয়ারম্যান পদে আছকির খান পান ১০৪ ভোট ও মিহির কান্তি দাস মঞ্জু পান ১২ ভোট।

অপরদিকে আজ বিকাল সাড়ে ৫ টায় রাজনগর উপজেলা আওয়ামীলিগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মিসবাহুদ্দোজা ভেলাই রাজনগর সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধাক্ষ্য আব্দুশ শহিদ ও সাধারন সম্পাদক নেছার আহমদের উপস্থিতিতে ভোটগ্রহন অনুষ্টিত হয়। কাউন্সিলরদের উপস্থিতিতে লিখিত ভোটে মিসবাহুদ্দোজা ভেলাই উপজেলা চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসাবে পান ১৪০ ভোট।

তবে ২ জন কাউন্সিলরকে উভয়দিন সভায় উপস্থিত হতে দেখা গেছে। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ভোট ছাড়াই মনোনিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.