আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন?

মাঝে মাঝে নি:সঙ্গতা গ্রাস করে আমায়, জীবনের মানে খোঁজা তখন আমাকেই মানায়

কালকে খুব বাজে একটা দু:সপ্ন দেখলাম। আমি এমনিতে স্বপ্ন দেখি না। তাই দু:স্বপ্ন দেখার পর একটা ঘোরের মধ্যে ছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। স্বপ্নটা এমন ছিল- আমি ঘুমের থেকে উঠলাম কোন এক সকালে।

বাসা থেকে বের হয়ে দেখি রাস্তায় এক মহিলার লাশ পড়ে আছে। এটা দেখেও আমি না দেখার ভান করলাম এবং কাউকে না ডেকে আবার বাসায় ফিরে এলাম। তারপরের দৃশ্য- আমি আবারও ঘুম থেকে উঠলাম। এবং বাসা থেকে বের হয়ে দেখি লাশ তখনও পড়ে আছে। কেউ সরায় নাই।

আমি অবাক হলাম- কেউ দেখে নাই নাকি! আমি আবারও বাসায় ফিরে এলাম। পরের দৃশ্যে আবারও আমি ঘুম থেকে উঠলাম। রাস্তায় ভয়ে ভয়ে বের হয়ে দেখলাম তখনও লাশ পড়ে আছে। আমি হঠাৎ বুঝতে পারলাম সবাই লাশটা দেখতে পাচ্ছে এবং সবাই আমার মত না দেখার ভান করছে। কিন্তু ততক্ষণে লাশ পচা গন্ধ বের হতে শুরু হয়েছে।

মানুষ এবার না দেখার ভান করে হেঁটে গেলেও লাশের অস্তিত্ব আর গোপন থাকছে না........ অসুস্থ স্বপ্ন.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।