আমাদের কথা খুঁজে নিন

   

যিনি আয়নার কারিগর

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সেই দয়াল বাবার দিকে চেয়ে আছি। যদি পুনর্জন্ম পাই, যদি আরেকবার এই শীতাতপ পৃথিবীতে নিজের মতো করে জন্মাবার সুযোগ জোটে। তবে আমি আয়নাই হবো। বস্তুপৃথিবীর অলীক জগতে প্রতিবিম্ব সবচেয়ে অলীক।

অপার প্রতিবিম্বের আধার হয়ে আমি সটান দাঁড়িয়ে থাকতে চাই প্রিয়তম নারীর ঘরে। পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে জীবিত বস্তু হয়ে তাকিয়ে থাকতে চাই তার দিকে। প্রতিপল প্রতিটি প্রহর। পৃথিবীর দিকে আয়নার মতো করে তাকিয়ে থাকতে চাই। আয়নার মতো করে পৃথিবীকে তার নিজের রূপে প্রকাশ করতে চাই।

মানুষের কলবের ভেতরের আয়না, মানুষের কলবের বাহিরের আয়না নয়। কোনো রূপক, কোনো সংকেত নয়, স্রেফ একটা আয়না হয়ে; চিরনীরব চিরচমৎকৃত চিরসুখী হয়ে পুনর্জন্ম পেতে চাই। তাই আয়নার কারিগরের সামনে জানু পেতে বসে আছি, করজোড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।