আমাদের কথা খুঁজে নিন

   

আয়নার মাঝে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

হাতের রেখা গুলো আয়নায় খাপে খাপে মিলে যায়, কান্না হাসির মাঝামাঝি কোন এক শিশু বিমূর্ত অবস্থায় মৌন আক্ষেপে অনঢ় কোন অপূর্ণ বায়নায়। আয়নার সামনে এসে বিমূর্ত শিশু আর বিমূর্ত থাকেনা একটু হাসে, হাসি বাড়তেই থাকে একটু কাঁদে, কান্না বাড়তেই থাকে। আয়নার ফাঁদে জীবন খাপে খাপে মেলেনা। স্বপ্নে আয়নায় ভূত ভবিষ্যত ও দৃশ্যমান, আর কত কত মন আয়না ভেবেও বাস্তবে জীবন অদৃশ্যমান। স্বপ্নের আয়নায় হেসে ওঠে কান্নারত শিশুও, ভালবাসাহীন মনও ভালবাসতে শুর করে হাতের রেখার পথ ধরে বাঘ হরিণ এক সাথে জলের খোঁজে হাঁটে জলের আয়নায় বাঘ হরিণের যৌথ অবয়বে শান্তির ছোঁয়া খাপে খাপে মিলে যায়। ওসব তো স্বপ্নেই হয়! বাস্তবে ধারালো তলোয়ার খাপে খাপে ঠিকই মেলে আয়নায় তাই ফুটে ওঠে যুদ্ধের প্রতিচ্ছবি। মন থেকে মনে শিশুর মত হাসি কান্নার মিশ্র সরলতা বিলুপ্ত, আয়না গুলোর মাঝে জীবনটা কখনই তাই হয়না আর মনের মত। ১২/০৫/০৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।