আমাদের কথা খুঁজে নিন

   

আয়নার নি:সঙ্গতা

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

বুনো হাসগুলো নি:সঙ্গ ভাসছে বাতাসের আনাগোনা বড্ড বিচিএ মায়ের চোখে ছেলে ফেরার প্রহর ভুমিষ্ট হবার প্রাক্কালে মায়ের বেদনা চাঁদটা ঠিক আলো দেয়না একাকী হবার চিন্তা উকিঁ দেয় মনে। পিপাসায় কাঠ হয়ে যাওয়া পথিকের স্বর জটলা পাকানো চুলে কাশবন দিয়ে হেটে যাবার ছল নিরিবিলি উঠানে বসে কিশোরীদের কথামালা নিয়ন মুখে দাদার ঘরের কোনে বসে থাকা একেবারেই তেজদীপ্ত রোদ্দুর ঠিক মাথার উপর ক্লান্তি মাখা নয়ন তাই চায় নি:সঙ্গতা। যখনি হয় অবসর আগের কল্পনা বাড়ে দখিনা সুবাশ মেশে আমার পুরনো গল্পে কখনো রাগের বশে ঘর ছেড়ে বটতলায় শয়ন গভীর কোন নেশায় পান্ডুলিপি অবলোকন এমনকি অগভীর বাস্তবতায় ফেটে পড়া দুনয়ন তাই চায় নি:সঙ্গতা আয়নার নি:সঙ্গতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।