আমাদের কথা খুঁজে নিন

   

আয়নার আলো উজ্জ্বল করলো গ্রাম !


ছোট বেলা আমরা অনেকেই সূর্যের আলোর সামনে আয়না ধরে অন্যর বাড়ি ঘড়ে আলো ফেলি। নিছক দুষ্টুমি করতে গিয়ে আমরা এসব খেলা করে থাকি। কিন্তু বাস্তবে এমনই একটি খেলাই বদলে দিয়েছে একটি গ্রামের অন্ধকার। পাহারের ওপর বসানো বিশালাকার আয়নার প্রতিফলন পুরো গ্রামে অন্ধকার দূর করে দিলো। নরওয়ের দেশের একটি গ্রাম রুজুকান।

রাজধানী অসলো হতে ৯০ মাইল দূরে গ্রামটির অবস্থান। কয়েক হাজার লোকের বাস সেখানে। প্রতি শীতে পুরো শহরটি অন্ধকারে ডুবে যেতো। কারণ শহর ঘিরে ছিলো দুটি পাহার। যে কারণে সূর্যের আলো সেখানে সরাসরি আসতো না।

সমস্যাটি সমাধানে সেই প্রাচীন আলো প্রতিফলনের পদ্ধতির আশ্রয় নিলো একদল লোক। তারা পাহারে বিশালাকার আয়না বসালো। সূর্যের অবস্থানের সাথে আয়নার গতিবিধি নিয়ন্ত্রণে ব্যবহার করা হলো কম্পিউটার প্রযুক্তি। পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে ৮ লক্ষ ৪৯ হাজার ডলার খরচ হয়েছে। অর্থের সিংহভাগ স্পন্সরদের কাছ থেকে পাওয়া গেছে।

১৮৩ বর্গফুটের আয়না রুজুকানের উত্তর দিকে পাহারের চুড়ায় বসানো হবে। পাহারের চুড়ায় আয়না গুলো পাশাপাশি বসানো হলো। আগামী ৩১ অক্টোবর প্রজেক্টের উদ্বোধন করা হবে। উল্লেখ্য ১০০ বছর আগে এই শহরের প্রতিষ্ঠাতা স্যাম আইডি আয়নার প্রতিফলন দিয়ে আলো সরবরাহের কথা জানিয়েছিলো। যার বাস্তবায়ন ঘটলো ১০০ বছর পর।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।