আমাদের কথা খুঁজে নিন

   

বাবা দিবসে বাবার জন্য উপহারঃ মগ, কার্ড, বই, ফতুয়া এবং অন্যান্য



১৫ জুন বাবা দিবস। বিশ্বব্যাপী এ দিনটি পালিত হয় বাবার প্রতি শ্রদ্ধা এবং আকৃত্রিম ভালোবাসার নিদর্শন হিসেবে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে বাবা দিবস এখনো তেমন আনন্দ উৎসবের আমেজ পায়নি। এছাড়া মাকে উপহার দেয়ার প্রচলন থাকলেও বাবার ক্ষেত্রে তা কদাচিৎ দেখা যায়। তাই এবারের বাবা দিবসে বাবাকে উপহার দেয়ার জন্য সাদাকালো আয়োজন করেছে নতুন ডিজাইনের মগ এবং কার্ড।

এছাড়া রয়েছে বাবাকে উপহার দেয়ার জন্য দুই ধরনের দামের গিফট বক্স। যা সাদাকালোর প্রতিটি শোরুমে পাওয়া যাচ্ছে। পৃথিবীর মাধুর্যমন্ডিত শব্দটি হলো বাবা। পৃথিবীর সব আলো, সব আনন্দের অপরূপ প্রতিচ্ছবি ফুটে ওঠে বাবার মুখে। হাসি-আনন্দ, দুঃখ-বেদনা, শোক-তাপ, মালিন্য-উচ্ছ্বাসে নিঃস্বার্থ সেবা বাবা ছাড়া আর কে দিতে পারে।

প্রকৃতপক্ষে বাবা হলো বিশ্বের একমাত্র অদ্বিতীয় আলোÑ যার আলোয় আলোকিত হয়েই আমাদের সারা জীবনের পথ চলা। আর তাই বিশ্ব বাবা দিবসে আমরা অর্থাৎ সব সন্তান, আমাদের অকৃত্রিম-আন্তরিক ভালোবাসা জানাই পৃথবীর সব বাবার প্রতি। বিশ্বের সব আনন্দ অবিশ্রাম ফল্গুধারায় প্রভাবিত হোক আমাদের পিতৃবন্দানায়। ১৫ জুন বিশ্ব বাবা দিবস। বিশ্বের সব বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ফ্যাশন হাউস ‘রঙ’ বিশেষ আয়োজন করেছে।

রঙের সব শোরুমে ছাত্রছাত্রীরা, শুধু ছেলেদের পোশাকে ১০ ভাগ পর্যন্ত মূল্যহ্রাস পাওয়া যাবে। এ ক্ষেত্রে তাদের অবশ্যই পরিচয়পত্র দেখাতে হবে। বাবা দিবস উপলক্ষে রঙের শোরুমগুলোতে থাকছে ছেলেদের শার্ট, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, লুঙ্গিসহ অনেক কিছু। রঙের বাবা দিবস উপলক্ষে পোশাক ছাড়াও রয়েছে বিশেষ আইটেম। বাবা শিরোনামে বিভিন্ন গান সংবলিত সিডি পাওয়া যাচ্ছে রঙে।

এছাড়া আছে বাবা শিরোনামের বিশেষ মগ ও টি-শার্ট। এছাড়াও রঙের নিয়মিত আয়োজন থাকছে সব শোরুমে। তাছাড়া বাবা দিবশে আমরা বাবাকে বইও উপহার দিতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.