আমাদের কথা খুঁজে নিন

   

দাঁত তোলার ছড়া

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না
এক এক করে শুরু হলো দাঁতের নড়া চড়া কে জানতো সেই নিয়ে আজ তৈরী হবে ছড়া দাঁতগুলো খুব দুষ্ট ছিলো আঁকড়ে ধরে মাড়ি ছাড়বে না সে কোন মতো যতোই আমি নাড়ি এই সুযোগে নতুন দাঁত উঠলো এঁকে বেকে ডাক্তার দিয়েই তুলতে হবে মা বললেন দেখে ডাক্তার মশাই বেজায় রসিক করলো আমায় কাত ঝনঝনাঝন যন্ত্রপাতি শত্রু একটা দাঁত ! ছোট্ট বাবু মুখ খোল তো একটু খানি হা করো কোনমতেই খুলবো না যে যতোই তুমি ভাব ধরো ভয়ে আমার করুণ দশা বুক ধড়ফড় করে মুখটা খুলে আস্তে বলি হা করবো কেমন করে? ছবি কৃতজ্ঞতা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।