আমাদের কথা খুঁজে নিন

   

ল্যান্ড ফোন কেন নেব?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমি বিগত পাঁচ বছর যাবত ল্যান্ড ফোন নেবার জন্য আগ্রহ পোষন করে এসেছি। কেন যেন মনে হয় ল্যান্ডফোন থাকলে মোবাইলের উৎপাত থেকে মুক্ত থাকতে পারতাম। এছাড়া খরচও নিঃসন্দেহে কমতো। কিন্তু প্রায়ই লাইন কাটা, ভুতুরে বিল আর একটিভিশনের বিস্তর ঝামেলার কথা শুনে আগ্রহ উবিয়ে যেত। যে কারণে ল্যান্ড ফোন নিতে চাই সেগুলো হলোঃ ১. মোবাইল নির্ভরতা কমানো ২. ল্যান্ড ফোনে খরচ কম ৩. মোবাইল মাঝেমাঝে জরুরী অবস্থায় বন্ধ হয়ে যায়, ঝড়ে টাওয়ার পড়ে, সেট চুরি যায়, ইত্যাদি ঝামেলা ল্যান্ড ফোনে নেই যে কারণে পিছিয়ে এসেছিঃ ১. ফোনের সংযোগ জটিলতা ২. লাইনম্যানদের ইচ্ছা করে লাইন কাটা ৩. ভুতুরে বিল ৪. মবিলিটি নেই এখনও মাঝেমাঝে ল্যান্ড ফোন কেনার ইচ্ছেটা চ্যাগার দিয়ে ওঠে। কিন্তু ঘরের সবাই মোবাইলে অভ্যস্ত হবার পরেও ল্যান্ড ফোন কি আসলেই জরুরী, বুঝতে পারছি না। আপনারা কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.