আমাদের কথা খুঁজে নিন

   

কালপুরুষের নেতৃত্বাধীন বি-টিমের সাথে এ-টিমের জন্মোৎসব পালিত

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
এটিম ও বিটিমের রিকনসিলিয়েশন মিটিং এ ব্লগারদের আগমনী ফ্লাইট ব্লগার "মানুষ" সর্বপ্রথম ল্যান্ড করলেন পথিক !!!!!! ঠিক তারপরপরেই অবতীর্ণ অন্যমনস্ক শরৎ সিড়ি ছাড়াই নামলেন রিকনসিলিয়েশন সভার ভেন্যু, বি-টিমের অধ্যক্ষ কালপুরুষের বাসভবণের ছাদ এ-টিম ও বি-টিম কেক খেয়ে নতুন দিনের সূচনা করলেন অফিসিয়াল ফটো সেশনে দুই টিমের মঙ্গল প্রার্থনা করছেন ডঃ আইজউদ্দিন এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখার জন্য সুনীল সমুদ্র কবিতা আবৃত্তি করছেন ব্লগারস মিটের কমপলসারী খিচুরী এলো এর পরেই - যা কখনই ব্লগারদের জন্য মঙ্গল বয়ে আনেনি। এবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো। ব্লগাররা সর্বসম্মতিক্রমে খিচুরী খাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু..... রাত মজুর খিচুরীকে পাঁচটা মাইনাস দিলেন খিচুরী শেষ হতেই বাথরুমের সামনে হুড়োহুড়ি পড়ে গেল, পেটে গন্ডগোল! সামী মিয়াদাদ খিচুরী খেয়ে খিচুনি দিতে শুরু করলো আরিফ জেবতিকও খিচুরী আক্রান্ত হলে অন্যমনস্ক শরৎ তাকে বাতাস করতে থাকে খিচুরী ইফেক্টে আবু সালেহও কাইত, ক্যামেরাম্যান তার সেবাযত্নে ব্যস্ত
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.