আমাদের কথা খুঁজে নিন

   

কালপুরুষের কাছে ক্ষমা চাইছি, ব্লগারদের কাছেও

'... আমাদের আশার কোনো পরকাল নাই'

ঠিক এই মুহূর্তে ব্লগে ঢুকে কিছু লিখার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। তবে ব্লগে ঢুঁ মারতে গিয়ে দেখলাম, আমি একটা মহা অন্যায় ও ভুল করে ফেলেছি। গত রাতে বৃশ্চিকের একটি পোস্টের ওপর কালপুরুষের মন্তব্য ছিলো। তিনি এম এম আকাশকে এস এম আকাশ লিখেছিলেন। আমি তার এই মন্তব্য পড়ে খুবই অন্যায় উপায়ে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসি।

শোমোচৌ প্রথমে আমার সেই অন্যায়টা ধরিয়ে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আল কালপুরুষ, আমি আপনার কাছে ভীষণ লজ্জিত হয়ে ক্ষমা চাইছি আমার ওই প্রতিমন্তব্যটির জন্য। আমি ব্লগার বৃশ্চিককে অনুরোধ করবো, তিনি যেনো তার লেখা থেকে আমার মন্তব্যটুকু মুছে দেন। আসলে আমি কালপুরুষকে কোনোভাবেই অশ্রদ্ধা করছি না। তবে দীর্ঘসময় মন্তব্য-প্রতিমন্তব্যের মধ্যে থাকলে মানুষের মধ্যে বোধহয় কিছুটা উত্তেজনা ভর করে।

আমার একটু বেশিই করে। এটা আমার সীমাবদ্ধতা। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। কালপুরুষকে যে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ফেলেছি তাতেও একই বিষয় লক্ষ্যণীয়। তবে আমি যা করেছি, তাতে আমার অজ্ঞানতা, মুর্খতা ও মূঢ়তারই প্রকাশ পেয়েছে।

আমি এই জন্য সব ব্লগারদের কাছেও লজ্জিত। আর হ্যাঁ, কালপুরুষের বিস্তারিত পরিচয় জানি না। শুধু কালপুরুষ বলে নয়, অন্য যেকোনো ব্লগারের জন্যও যদি ওই একই মন্তব্য করতাম তাহলে এভাবেই ক্ষমা চাইতাম। কারণ আমার ওই মন্তব্যে চরমভাবে আত্ম অহমিকার ছাপ রয়েছে, যা একজন মুক্ত চিন্তর মানুষের মানায় না। আবারো ধন্যবাদ শোমোচৌকে।

আবারও ক্ষমা চাই কালপুরুষের কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.