আমাদের কথা খুঁজে নিন

   

কালপুরুষের আস্তানায় 2য় বার

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

-[উৎসর্গ ঃ- কালপুরুষের শুভ জন্মদিনে এই পোষ্টটা তাকে উৎসর্গ করলাম। ]- কালপুরুষ'দার জন্মদিনে শুভেচ্ছা জানাতে রাতে ওনাকে ফোন করলাম। উনি সুপার পাওয়ার সমৃদ্ধ নাছোড় বান্দা আমাকে তার বাসায় যেতে বাধ্য করলেন।

আমি সকাল থেকেই খুবই ব্যস্ত ছিলাম। তাই আগেই চিন্তা করে রেখেছিলাম রাতে কালপুরুষ'দা কে ফোন করে শর্টকার্টে কাজ সেরে ফেলবো। কালপুরুষ'দা ফোনে আমাকে লোভ দেখালেন কৌশিক ভাই-ভাবী, ইমন, শরৎ, সারিয়া এসেছে, তুমিও তাড়াতাড়ি চলে এসো। আমি রাত 9টার দিকে ওনার বাসায় হাজির হোলাম। বাসায় ঢুকে দেখি আনন্দ মৌ মৌ করছে।

আমিও হালকা ঝড়ো বাতাস দিলাম আড্ডাতে। আমার স্টকের দুষ্টমির কিছুটা হাওয়া ছড়িয়ে দিলাম সবার মাঝে। ইমন ভাই আমার জন্মদিনে যে কবিতাটা লিখেছিলেন সেটা গেয়ে শোনালেন, ভালো ভাবেই পেরেছেন তবে শেষের দিকে একটা ভুল করে ফেলছিল বলে পুরা নম্বর দিতে পারিনি। ইমন ভাইকে এজন্য দশে সোয়া আট দিলাম (মুরুবি্ব হাসি) তবে কালপুরুষ'দার কলম নিয়ে যে কবিতাটা তিনি আবৃত্তি করলেন সেটার জন্য তাকে পুরা নম্বর দেওয়া হলো। এবার খাওয়া দাওয়ার কথা বলি, অনেক আইটেম ছিল এতো নাম আমার মনে পড়ছে না।

গরুর মাংশের আইটেই ছিল সম্ভবত তিনটা। কালপুরুষ'দা নিজেই এগুলো রান্না করেছেন। বেশী বেশী মনে পরছে আইসক্রীম, ব্লক ফরেস্ট বার্থ ডে কেক এর কথা। ঐ দিন যেসব গুরুত্বহীন বিষয় গুলো আমার মনে ধরেছে তা হলো ঃ- 01। ইমন ভাই আর আমার পোষাকের রং দূভাগ্যজনক ভাবে মিলে গিয়েছিল! 02।

শরৎ ভাই আর আমার দাতের মধ্যে কিছুটা মিল খুজে পাওয়া গেছে! 03। কৌশিক ভাই গপ-গপ করে বাটির সব সালাদ খেয়ে ফেলেছে! 04। সারিয়া আপা বিশাল এক গাট্টি নিয়ে এসেছিলেন! 05। কৌশিক ভাই তার একমাত্র বৌয়ের ব্যাগ কাধে ছুলিয়ে হাসতে হাসতে বাসায় গেছেন! সুখ স্মৃতি ঃ 07 জুলাই 2006 / শুক্রবার / রাত 9 টা থেকে 11টা / কালপুরুষের জন্মদিনে ওনার আস্তানায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.