আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের শহরে ভোর হয়েছে। মিরপুর রোডের ২৭ নম্বর ধানমন্ডির মাথায় অনেকগুলো কাক জড়ো হয়েছে।



শুভ সকাল বন্ধুরা, এই সম্ভাষণ শুনে শুনে ঘূম ভেঙ্গেছে ইকবাল রোডর পূর্নবাসন কেন্দ্রে অনেক যত্নে ঘুমিয়ে থাকা সুস্থ জীবন প্রত্যাশী যুবরাজদের। শহরের কাকগুলো ইদানিং আর কা ...কা.. করেনা। কাকারা কাজের খুজেঁ দেশান্তরী হয়েছেন অনেকদিন আগে। ফিরে এসো কাকা.. ২৭ নম্বর রোডের মাথায় জড়ো হওয়া কাকগুলো গাড়ির চাকায় পিষ্ট হওয়া নিরীহ প্রাণীটির শক্তি রূপান্তরে ব্যস্ত। মনে পড়লো গতকাল একটি বাড়ির ছাদে দেখা দুর্বল কাকটির কথা।

হাওয়ায় উড়ে যাচ্ছিল ওর ডানা। ঢলেঢলে পড়ে যাচ্ছিল বারবার। এমন দুর্বল পাখি শহরে একটিও দেখিনি এর আগে। এক সময় চোখে পড়লো কাকটির একটি পা নেই। এক সময়কার চন্দ্রিমা উদ্যাণ থেকে হনহন করে দলে দলে বেড়িয়ে আসছে আরো কিছুকাল সঙ্গমসুখ প্রত্যাশী নারী পুরুষেরা।

শুভ সকাল বন্ধুরা....। হে মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দাও যেন আমি পরিবর্তন করতে সক্ষম নই এমন যা কিছু আছে তা মেনে নিতে পারি। সাহস দাও যেন, যা কিছু আমার পক্ষে পরিবর্তন করা সম্ভব তা পরিবর্তন করতে পারি। সেনানিবাসে চালের পরিবর্তে এখন থেকে রেশনে আলু দেওয়া হবে কিনা? যার সাথে সারাদিন সারারাত কথা হয় আমার তার খোজেঁ পথে পথে হাটিঁ আমি। আমার শিশুটি বড় হয় হাওয়া খেয়ে।

আর ম্যাজিক শিখে রোদ্দুরে। পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে কোন একটা মানুষ মারা গেছে। কাকেরা এখনো সেই খবর পায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।