আমাদের কথা খুঁজে নিন

   

চীনা সেনাদের প্রথম ‘ডিজিটাল’ মহড়া

চীন আগামী সপ্তাহে প্রথমবারের মতো ডিজিটাল প্রযুক্তিসমৃদ্ধ সামরিক মহড়া চালাবে। দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে আজ বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চীনের উত্তরাঞ্চলে ইনার মঙ্গোলিয়া এলাকায় এ মহড়া চালানো হবে। মহড়ায় নতুন ধরনের যুদ্ধসেনাদের কর্মকাণ্ড প্রদর্শিত হবে। এতে তথ্যসম্পৃক্ত যুদ্ধের সঙ্গে সমন্বয় সাধনের চেষ্টার অংশ হিসেবে সেনাদলগুলো তাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবে।’
প্রতিবেদন অনুযায়ী, পিপলস লিবারেশন আর্মি প্রথমবারের মতো ডিজিটাল ইউনিটসমৃদ্ধ বাহিনী, বিশেষ অভিযানের বাহিনী, সেনা বিমানবহর ও কাউন্টার ইলেকট্রনিক বাহিনী নিয়ে এই মহড়া চালাতে যাচ্ছে।
সাইবার নিরাপত্তা নিয়ে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্যালিফোর্নিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করবেন। মার্কিন সেনাবাহিনীর নেটওয়ার্কে চীনা হ্যাকারদের ক্রমাগত হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে।
তবে চীন সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।