আমাদের কথা খুঁজে নিন

   

চীনা সেটেলাইট



(সিরিয়াসলি নিবেন না - প্লিজ!!!) গতকাল প্রথম আলো তে দেখলাম চীনা রা নাকি মহাকাশে নভোযান পাঠিয়েছে। এই খবর দেখার পর থেকে আমি বেশ ভয়ে আছি। চীনাদের তৈরী জিনিস পত্রের যে গুণগান বাজারে প্রচলিত আছে, তার সিকিভাগ সত্য হলেও আমাদের সাবধান হতে হবে। হঠাত করে যান্ত্রিক গোলযোগে কারনে যদি নভোযান ধরাধামে ফিরে আসতে চায়, তাহলে আর রক্ষা নাই। দেখা যাবে বৃষ্টির বদলে আমাদের উপর নভো-টুকরা বর্ষিত হচ্ছে। তাই, সবাই খুব সাবধানে রাস্ত-ঘাটে চলাচল করবেন। একটা চোখ অবশ্যই আকাশের দিকে রাখবেন। খামোখা চৈনিক নভো-টুকরার আঘাতে ধরাধাম ত্যাগ করে ওপারে যাওয়ার কি দরকার? ভালো থাইকেন সবাই!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।