আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধ - বহুদিন পর



"রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে" -হুমায়ুন আজাদ তবুও কি সভ্যতা এতই মূল্যবান? আমরা কি বাঁধা থাকবো এইসব তুচ্ছ সামাজিক শৃঙ্খলে? কাঁটাবনে পায়রার মতো, ফ্রেমবন্দী আকাশ দেখে আর কতদিন? এসো ভেঙে ফেলি ফ্রেম, উড়ে যাই স্বাধীন ডানায় - দ'লে এই আপাতসভ্য নোংরা জীবনবোধ। সভ্যতা আসতেই থাকবে - একের পর এক। প্রতিটি নতুন সভ্যতা ঝেড়ে ফেলে দেবে পুরনো রীতি সরীসৃপের মতো। শ্বাশ্বত শুধু ক্ষণজন্মা অনুভূতি দু'জনার - এই ভালোলাগা - এর কাছে অর্থহীন হাজার বছরের রীতি-নীতি-সংঘ-প্রতিষ্ঠান- প্রেসক্লাব-হাইকোর্ট-উদ্যান নাগরিক মিছিল সমাবেশ। এ সভ্যতার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ভেসে যাব আজ। ভোরের হাওয়ায় - তোমায় নিয়ে - দূরে কোথাও; স্বাধীনতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।