আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ শুষ্কতার সুযোগ

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কেউ বলে দেয়নি- শুকনো পাতায় রেখোনা হাত, ঝুরঝুর করে ভেঙে যাবে মিশে যাবে চিতার ধুলোয়। বইতে হচ্ছে তাই অন্তত একটি শুকনো পাতার অভিশাপ, যদিও শুকনো পাতার চূর্ণ সহবাসে ধূলোরা খুশি হয়েছিল কিনা জানিনা। আমি কিন্তু শিখেছিলাম সে তত্ত্ব... তারপরও ঝরঝরে শুকনো পাতায় রেখেছিলাম অনেক অনেকবারই হাত। কেউ বলে দেয়নি- শুকনো মনে রেখোনা হৃদয়ের ছাপ, চুরচুর হয়ে ফেটে যাবে ভেসে যাবে টুকরো টুকরো মনাংশ অকুল সাগরে দুঃখের জলে মিশে। বইতে হচ্ছে তাই অন্তত একটি মনের বেদনার ভার আর শাপ, যদিও মনের বেদনা টুকরোর সহবাসে দুঃখের অন্ধ সাগর খুশি হয়েছিল কিনা জানিনা । আমি কিন্তু শিখেছিলাম সে তত্ত্ব... তারপরও ছুটেছি শুকনো মনেই রাখতে হৃদয়ের ছাপ বারংবার। শুষ্কতাই যেন রসহীন দূর্বলতার ভাগাড় শুষ্কততেই তাইকি খুঁজি সুযোগের পাহাড়? 22/1/2007

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।