বুধবার দুপুরে মহাজোটের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ অভিযোগ করেন।
বাদশা বলেন, নির্বাচন পরিচালনার জন্য নগরীর চার থানায় চারটি কার্যালয় করার নিয়ম রয়েছে। কিন্তু বুলবুল নগরজুড়ে প্রায় ৭০টি নির্বাচনী অফিস ও ক্যাম্প তৈরি করেছেন।
এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির এই নেতা।
দুপুরে বাদশা রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে মহাজোটের এক বৈঠকে বক্তব্য রাখছিলেন।
নির্বাচনের রিটানিং অফিসার শুভাস চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েনি ্টফোর ডটকমকে বলেন, বুধবার থেকে একজন করে ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্টায়কিং ফোর্সের ১৫টি টিম কাজ শুরু করেছে।
কোথাও নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন হলে সঙ্গে সঙ্গে মোবাইল কোর্ট বসে ব্যবস্থা নেবে বলে জানান নির্বাচনী কর্মকর্তা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।