আমাদের কথা খুঁজে নিন

   

ওরা সাধু আর তুমি কপট

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

তুমি বোঝনা এবং তুমি বুঝতেও পারনা যে তুমি বোঝনা! ওরা বোঝে এবং ওরা কিন্তু বুঝতেও পারে ওরা বোঝে! উদাহরণ তো কতই দেয়া যায়, সদ্য জাত একটাই বলি, ওই ওদেরই কারও কারও মুখে শোনা--- ঐ যে অর্ধনগ্ন, রোগা রোগা , গায়ে নোনা ধরা জেলে জাতির মানুষ গুলো , যারা মাছ ধরে নদীতে , সময়ের মাছ, অসময়ের মাছ, ডিম ওয়ালা মাছ, ধরতেই থাকে এবং উজাড় করে নদী নালা বিল খাল এবং অসীম সমুদ্রও। তারা নাকি কিছু বোঝেনা, খালি উজার করেই খালাশ, তারা নাকি কত সুখী--- জাল ফেলে , মাছ ধরে, অবাধ স্বাধীনতা, কোনই নাকি কষ্ট নেই, পুঁজি বাটা নেই, প্রকৃতির সম্পদে হাতরিয়ে আয় আর পেট পূজো। মাছেদের প্রজনন সময় জেনেও তারা ক্ষান্ত হয়না ক্ষনিকও, ওরা কোন পরিশ্রম আর কষ্টকর সময়ই পার করেনা কারন ঐ যে দেয়না বিরতি- গভীরতায় ভেবে দেখ ব্যাপারটা। অবশ্য তুমি কিছু বোঝনা, আর তুমি যে বোঝনা তাও তুমি বোঝনা। ওরা কিন্ত বুঝেছিল ওরা বুঝতেও পেরেছিল যে ওরা বুঝতে পেরেছিল। কিন্তু ওরা দেখেনি-- একজন জেলের পেটের অবদমিত ক্ষুধা জেলে সন্তানের শুকনো রুগ্ন গা, মলিন হাসি, জেলে বউয়ের ধৈর্য্য আর কষ্ট, দেখেনি -গভীর সমুদ্রে এক জেলের জীবন মরণ যুদ্ধ। দেখেনি জেলে পাড়ার করুণ দৈন্য আর নিয়তির নিঠুরতা, ওরা দেখেইনি, সেই জেলে বউটিকে যার সোয়ামী আর ফিরে আসবেনা জেনেও শেষ হয়না তার দিনের পর দিন দোর গোড়ায় প্রতীক্ষার পালা, সন্তানের পেটে আহার জোগাতে যাকে বিসর্জন দিতে হয় আপন দেহটাও হয়তো নিরবে রাতে রাতে জনে জনে। তুমি দেখেছ এবং দেখেছ যে তাও তুমি দেখেছ, ওরা দেখেনা এবং ওরা যে দেখেনা তাও ওরা দেখেনা। ওরা তাই সাধু!! আর তুমি কপট!! ০৩/০৩/০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.