আমাদের কথা খুঁজে নিন

   

ট্রাফিক জামে অসহ্য হইয়া সাধু বাবার চিঠি! "From সাধু বাবা To গাড়ী ঘোড়া মন্ত্রনালয়।"


ঢাকা শহরের জানজটের যে করুন দশা,এই করুন দশায় আমাদের সাধু বাবা কি করে কথা না বলে বসে থাকে বলুন? কি!!! সাধু বাবারে চিনেন নাই? আরে এইটা হইলো সাধু বাবা from বটের তলা। চিনছেন এখন? তাও চিনেন নাই? আইচ্ছা,তার সম্পর্কে একটা ব্রিফিং দেই- সাধু বাবা একজন বিখ্যাত সাধু, সাধু নামে তিনি খুবই বিখ্যাত, এই সাধু সাধু বাবা নামে বিখ্যাত! এবার বুচ্ছেন? তাও বুঝলেন না? আরে মিয়া এইডা সোজা কথা ঘুরাইয়া বলা সাধু বাবা from বটের তলা। তয় ইদানিং বাবা অনেক মডার্ন মানে ডিজিটাল হইয়া যাইতাছে। তাই বইলা আবার ভাইবেন না যে বাবা আওয়ামীলিগ এর লোক। বাবা নিরপেক্ষ।

একনজরে সাধু বাবার কোয়ালিফিকেশন মানে অ যোগে যোগ্যতাঃ B.Sc in সাধুগিরি, from গুলিস্থান মোড় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় M.Sc in তেরামী, from জিনজিরা ফ্রড ইনস্টিটিউট এন্ড ট্রেনিং একাডেমী। তাছাড়া বাবা একজন ভন্ডামী,গোরামী,ফাউলতামী স্পেশালিস্ট। নিশ্চই এতক্ষনে সাধু বাবার তেলেসমাতি কি সেইটা জানা হইয়া গেছে। বাবার হেড অফিস টংগীতে(ঢাকায় পুলিশের রেট অনেক বেশী। এই রেট কিন্তু সেই রেট না এই রেট হইলো গিয়া সেই রেট।

বুজছেন?)বাবায় প্রতিদিন তার অফিসে যায় গুলিস্থান থিকা সুপ্রভাত বাসের টপ সিটে মানে ছাদে কইরা। ওহ,ভুইলাই গেছিলাম,গুলিস্তান আন্ডার পাসের পাশেই রাস্তায় হইলো গিয়া বাবার বাসা। যাউজ্ঞা,প্রতিদিন যাওয়ার সময় বাবার এত জাম খাইতে হয় যে বাবার ব্যবসা লাটে উটছে। কেমনে? আরে মিয়া,কুড়িলে যে জাম পরে তাতে কইরা বাবার Persona থিকা সাইজা আসা সাধুবেশ পুরাই নস্ট হইয়া যায়। বাবা এত কস্ট সহ্য করতে না পাইরা রাগে শেষ মেষ যোগাযোগ মন্ত্রনালয়ে একটা চিঠি লেখছে।

কি লিখছে? নিচেই দেখেন- -------------------------------------------------- বরাবর, অমুক মন্ত্রী, গাড়ি-ঘোড়া মন্ত্রনালয়, বিষয়ঃ জাম খাইতে খাইতে ডায়রিয়া হইছে,সমাধান দে না পারলে আমারটা নে! বাবারে, আমি একজন বাংলাদেশের সাধু বাবা from বটের তলা। বাবা,বর্তমানে জানের জটে জীবন যে পরিমান বিষায়া উঠছে তাতে কইরা আর টিকবার পারি না। বাবা এত জাম কেমনে খায় মাইনষে? বাবারে,তোরা যদি জাম কমাইতে না পারশ তাইলে আমি একডা বুদ্ধি দিবার চাই। বুদ্ধিডা ওইলো গিয়া গাড়ি গুলারে উড়ার জন্য পাংখা লাগাই দে। CNG’র বদলে ফুয়েল লাগা।

আর তাও না পারলে গাড়িতে ঘুমানের ব্যবস্থা কইরা দে। যাতে মাইনষে রাইতে রওনা দিয়া সকালে পৌছাতে সমস্যা না হয়। কারন আর কয়েক মাশ গেলে মাইনষের আইজ রাইতে রওনা দিলে পরশু রাইতে পৌছাইতে হইবো। তাই আগে ভাগেই বেবস্থা লওয়া ভালা। আর এ.সি ও লাগাই দিছরে বাবা।

লগে একটু টিভি আর এফ.এম রেডিও হইলেও খারাপ হয় না। ব্যাডা,তোরা গেলে আমরা রাস্তা ছাইড়া দেই। তোরা এইডা ভাবিছ না যে আমগো ঠেক দিয়া যাছ। আমরা তোগোরে কতো সম্মান করি। আর তোরা যদি আমাগোরে এইরকম ভাবে জামে ফালাইয়া ডিম সিদ্ধর মত বানাছ তাইলে কেমনে বাচুম? বিনীত নিবেদক, সাধু বাবা, From বটের তলা।

-------------------------------------------------------- কিন্তু আফটার দিস লিখা একটা সমস্যা হয়ে গেছে বাবার এই চিঠি নিয়া। বাবা কই পোস্ট করবো সেইটাই জানে না। কারন যেই যায়গায়ই পোস্ট করুক এই চিঠি বা কথা তাগোর কানে যাইবো না। তাই অনলাইনের ব্লগ গুলাতেই পোস্ট দিলাম বাবার অনুমতি নিয়া। (সাধু বাবা সিরিজ থেকে প্রথম লেখা।

To be Continue......)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।