আমাদের কথা খুঁজে নিন

   

নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার এর নোবেল বক্তৃতা থেকে..... (২)



প্রথম পর্বঃ নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার এর নোবেল বক্তৃতা থেকে..... (১) ( Click This Link) .............. একটা স্বাধীন দেশে সরাসরি আক্রমণ কখনোই আমেরিকার পছন্দের উপায় ছিল না। আমেরিকার নিজের ভাষায় সে পছন্দ করে 'স্বল্পমাত্রার সংঘর্ষ'। এর মানে হলো হাজার হাজার মানুষ মরে মরুক তবে কোন দেশে বোমা হামলার চেয়ে অনেক ধীরগতিতে। একটা দেশের ভেতর থেকে সংক্রমিত করা, জীবাণু ছড়িয়ে ঘা বাড়তে দেয়া। অধিবাসীরা যখন ম্রিয়মান অথবা মৃত আর তোমার বন্ধু মিলিটারি আর বড় বড় প্রতিষ্ঠানগুলি যখন আরামে ক্ষমতায় আসীন, সেইসময় তুমি যাবে ক্যামেরার সামনে আর বলবে গণতন্ত্র জয়ী হলো।

যে সময়ের কথা আমি বলছি তখন আমেরিকার পররাষ্ট্রনীতিতে এরকম অবস্থা ছিল স্বাভাবিক। নিকারাগুয়ার ট্র্যাজেডি এ বিষয়ে একটি মূল্যবান সবুদ। এ ঘটনাটি আমি একটি যুতসই উদাহরণ হিসাবে হাজির করতে চাই ততকালিন এবং বর্তমান পৃথিবীতে নিজের ভূমিকা বিষয়ে যুক্তরাষ্ট্রের ধারণা সম্পর্কে। ১৯৮০ সালের শেষের দিকে লণ্ডনে অনুষ্ঠিত মার্কিন দূতাবাসের এক বৈঠকে আমিও ছিলাম। মার্কিন কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছিল নিকারাগুয়ার বিদ্রোহী দল কন্ট্রাকে আরো আর্থিক সাহায্য করার ব্যাপারে।

আমি গিয়াছিলাম নিকারাগুয়ার প্রতিনিধি হিসাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি সেদিন ছিলেন ফাদার জন মেটক্যাফ। মার্কিন পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন রেমণ্ড সিটজ (সেই সময় দূতাবাসের একজন উর্ধতন কর্মকর্তা তবে পরবর্তিতে তিনি নিজেই রাষ্ট্রদূতের পদ গ্রহণ করেন)। ফাদার মেটক্যাফ বললেন, " স্যার, আমি উত্তর নিকারাগুয়ায় এক ধর্মীয় এলাকার তত্ত্বাবধায়ক। এ এলাকার লোকেরা একটি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র আর সংস্কৃতিকেন্দ্র গঠন করেছিল।

আমরা শান্তিতেই ছিলাম। কয়েকমাস আগে কন্ট্রাদের একটা দল আমাদের এলাকায় চড়াও হলো। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র আর সংস্কৃতিকেন্দ্র সবকিছু ধ্বংস করেছে তারা চুড়ান্ত বর্বরতায়। নৃশংসভাবে ধর্ষণ করেছে নার্স আর শিক্ষিকাদের, ডাক্তারদের জবাই করেছে। আপনি দয়া করে মার্কিন সরকারের কাছে দাবি জানান, সরকার যেন এরকম ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তার সমর্থন তুলে নেয়"।

....সিটজ শুনলেন, খানিকটা বিরতি নিলেন, তারপর গম্ভীর গলায় কথা বললেন। "ফাদার", তিনি বললেন, "আমি একটা কথা বলি। যুদ্ধে নিরপরাধ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়"। এরপর একটা হিম নৈঃশব্দ নেমেছিল। আমরা নিষ্পলক তাঁর দিকে তাকিয়ে ছিলাম।

তাঁর কোন ভাবান্তরই হয়নি। নিরপরাধ মানুষ, অবশ্যই সব সময় ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত একজন বললেন, "কিন্তু এই ক্ষেত্রে 'নিরপরাধ মানুষ' এমন এক নৃশংস দলের নিষ্ঠুরতার শিকার যার সমর্থন করছে আপনার সরকার। যদি কংগ্রেস কন্ট্রাদের আরো অর্থ সাহায্য করে এই রকম পাশবিক কর্মকাণ্ড আরো ঘটবে। নয় কি? আপনার সরকার একটি স্বাধীন আর সার্বভৌম দেশে হত্যা এবং বিধ্বংসের সমর্থন অপরাধে অপরাধী না?" সিটজ নির্বিকার, "উপস্থিত তথ্যের উপর ভিত্তি করে আপনার উক্তির সঙ্গে আমি দ্বিমত প্রকাশ করছি"।

আমরা দূতাবাস ছেড়ে আসার সময় এক মার্কিন সদস্য আমাকে বলেছিল আমার নাটক পছন্দ করে। আমি তার সঙ্গে কথা বলিনি। আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই সময়েই প্রেসিডেন্ট রিগ্যান বলেছিলেন, "নৈতিকভাবে কন্ট্রারা আমাদের প্রতিষ্ঠাতা পূর্বপুরুষদের সমতুল্য"। ........ (চলবে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.