আমাদের কথা খুঁজে নিন

   

নোবেল প্রতিক্রিয়াঃ মই আনের নোবেল পাওয়ার দরকার ছিল না

যে মুখ নিয়ত পালায়......। । আজ সাহিত্যে নোবেল ঘোষনা করা হইল। পেয়েছেন জনাব মই আন(মো ইয়ান) সাহেব । তার জন্মের পর তার দাদী নিশ্চয়ই খুশিতে বলেছিলেন মই আন, সেই থেকে তার নাম।

অথবা অন্য কিছু ও হতে পারে। এই মই আনের নাম আমি আজই প্রথম শুনি। তার লেখা পড়ি নাই অদূর ভবিষ্যতে যদিও পড়ার আশা রাখি না তথাপি দেশের সব সাহিত্যের চিপাচাপায় এই নাম ছড়িয়ে পড়বে ক'দিনের মধ্যেই। ইন্টারনেট ভিত্তিক তথ্য কে পুঁজি করে জ্ঞান গর্ভ সব লেখা আসবে। আমরা জানতে পারব মই আনা নেয়ার অনেক অজানা কাহিনী।

বাংলা সাহিত্যে একজন ই নোবেল পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর। তার নোবেল টাও শুনেছি চুরি হয়ে গেছে। সেই চুরি যাওয়া নোবেল নিয়ে ছবি করবেন অথবা করেছেন ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী। সেই রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি নিয়ে হুমায়ুন আজাদের এক প্রবচন হলঃ রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়ার দরকার ছিলো না, কিন্তু দরকার ছিলো বাঙলা সাহিত্যের।

পুরস্কার না পেলে হিন্দুরা বুঝতো না যে রবীন্দ্রনাথ বড়ো কবি; আর মুসলমানেরা রহিম, করিমকে দাবি করতো বাঙলার শ্রেষ্ঠ কবি হিশেবে। -হুমায়ুন আজাদ। প্রবচনগুচ্ছ । ঠিক একই কথা মই আন কোদাল আন সবার ক্ষেত্রেই খাটে। মই আনের নোবেল পুরস্কার পাওয়ার দরকার ছিল না, কিন্তু দরকার ছিলো বাঙলা সাহিত্যের।

পুরস্কার না পেলে বাঙালীরা বুঝত না মই আন বড় লেখক। তাকে নিয়ে লেখা হত না সাহিত্য পত্রিকায়। বি দ্রঃ কঠিন সাহিত্য সমালোচনা করতে ইচ্ছা হইল। ইহা একটি কঠোর সাহিত্য সমালোচনামূলক পোস্ট। সংযুক্তিঃ মই আন লেখকের ছদ্মনাম।

মই আন মানে খামোশ অথবা চুপ থাক অথবা ডোন্ট স্পিক। লেখক মো ইয়ান সম্পর্কে জানতে ক্লিক । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.