আমাদের কথা খুঁজে নিন

   

সব গাছে চড়তে পারেন

আমার ব্যক্তিগত ব্লগ

সেদিন আম্মা আমার শাশুড়ীর কাছে বসে গল্প করছিলেন। আম্মার হাতের এক জায়গায় খেজুর কাটা গেথে আছে। শাশুড়ী দেখে জানতে চাওয়ার পর বলেন, খেজুর গাছে উঠতে গিয়ে বিধেছে। শাশুড়ীর তো চোখ কপালে উঠল, বললেন, সে কি? খেজুর গাছে কেন উঠতে গিয়েছিলেন? আম্মা বললেন, আম্মা সব গাছে উঠতে পারতেন। সুপারী গাছেও চড়েছেন।

আমার শাশুড়ী বাক হারা হয়ে আমার দিকে তাকালেন, মনে হয় দেখে নিলেন এমন ডানপিটে মায়ের মেয়ে কেমন। আমি ঘরে-বাইরে সব সময়ই চুপচাপ থাকি । কথা খুজে পাইনা বলে বেশি বলিনা। আর কোন কারন নেই। আর গাছে একেবারেই চড়তে পারিনা।

জীবনে একটা লিচু গাছে চড়েছি। ওটা ছিল নানাবাড়ির পুকুর পারে। যার একটা ডাল ঢালু হয়ে নিচে নেমে গিয়েছিল, যেটা আমার সিড়ি হিসাবে ব্যবহার করতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।