আমাদের কথা খুঁজে নিন

   

হেসে কুটিকুটি

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

আজ সন্ধ্যায় flickr-এ আমার ভাতিজির একটি ছবি ডাউনলোড করেছিলাম, ছবিটা দেখে আমার ভাগিনা বলে উঠলো- -মামা, ফাইয়া (ফারিয়া) কোথায়? ফারিয়া আমার ভাগ্নী। ফাহিম আর ফারিয়া আমার খুব আদরের দু'জন। এইতো সেদিন ওদের দু'জন কে ইনকিউবেটরে রাখার জন্য আপুকে ভর্তি করতে হয়েছিল সেন্ট্রাল হাসপাতালে। শেষ পর্যন্ত ওদের সেখানে রাখতে হয় নি।

কিন্তু ফারিয়ার জন্ডিস ধরা পড়ায় রাখতে হয়েছিল ২০০ পাওয়ারের একটা ভাল্বের নিচে। কত ছোট ছিল! আজ তারা অনেক বড় হয়েছে, পরিবারের সকলের আদর আর ভালবাসা পেয়ে। আরো অনেক বড় হোক মনে প্রাণে এই কমনাই করি। । ওদের ছবি এই ব্লগে শেয়ার করলাম সবার সাথে, সবাই দোয়া করবেন, যাতে ওরা দুই ভাই-বোন সবসময় এরকম হাসিখুশি থাকতে পারে।

। সব শিশুদের জন্য শুভকামনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।