আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : নারীবাদ ও নারী স্বাধীনতা

কেউ বুঝে না এই আমাকে...তাই আমিও কাউকে আর বুঝতে চাই না। আমরা অনেকেই নারীবাদ আর নারী স্বাধীনতা বিষয়টি এক করে ফেলি। কিন্ত এ দুটি বিষয়ের মধ্যে আছে বিস্তর ফারাক। সহজভাবে সবকিছু দেখতে চাই আর বুঝতে চাই। সেই হিসেবে নারীবাদ বলতে আমি বুঝি আজকের পুরষতান্ত্রিক সমাজে সবকিছু নিয়ন্ত্রণ করছে পুরুষেরা তা পাল্টে দিয়ে পুরুষের ভূমিকায় নারীর অবরতীর্ণ হওয়া।

যেখানে নারীই হবে সমাজের নিয়ন্ত্রক আর পুরুষরা হবে নিয়ন্ত্রিত। অন্যদিকে নারী স্বাধীনতা বলতে বুঝি, নারীর মানবিক অধিকার প্রতিষ্ঠা। যে সমাজ ব্যবস্থায় একজন পুরুষ সমাজে নিজের দক্ষতা আর মেধার যে মর্যাদা পায়, তেমনি নারীও পাবে সমান মর্যাদা আর গুরুত্ব। সঙ্গত কারণে আমি নারীবাদে বিশ্বাসী নই, বিশ্বাস করি নারী স্বাধীনতায়। যে সমাজে নারীপুরুষের থাকবে সমান অধিকার।

পুরুষ নারীকে সম্মানের চোখে দেখবে, নারীও পুরুষকে দেবে যথার্থ সম্মান। কেউ কাউকে হেয় করবে না। সবাই কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে, একে অন্যকে সহযোগিতা করবে। একে অন্যের প্রতি সম্মান বজায় রাখবে। এরকম একটি সম-অধিকারের সমাজ আমার কাঙ্খিত।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।