আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রতিরোধ্য ...

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা অপ্রতিরোধ্য ... কবি ... সেই সাথে ছবি ... আর গান ... হুম,তাতেও আছে টান ... শিল্প সাহিত্য অর্থনীতি কি বিশ্ব... আহোরন করিতে জ্ঞান সদাই সচেষ্ট ... এরি মাঝেই মাঠে গিয়ে খেলা ... কত না দিন গড়িয়েছে তার বেলা ... দেশপ্রেম কি কর্ম, দর্শন কি ধর্ম ... সে সদা উদগ্রিব বুঝিতে তাহার মর্ম ... কম্পিউটারের সাথে সদাই তার সখ্য... ক্ষনে ক্ষনে নতুন ভাবনা, নতুন কিছু তৈরীতে সে মত্ত... ভাবনাগুলোকে কখনো একেছে সে পটে ... তার রংতুলিতে তা জীবন পেয়েছে বটে... ভালোবাসার আলো... সেতো কবেই পেয়েছে দেখা... জীবনের পথ চলতে গিয়ে তা নিয়ে কত লেখা ... জীবনে কত কিই না হতে চেয়েছে বালক ... পরিনাম! ... একগাদা হতাশা সাথে একগুচ্ছ সাদা পালক ... ঐ পালকগুলিই আজও আছে পাশে ... নির্ঘুম রাত্রিতে তা স্বপ্ন হয়ে ভাসে ... সাদা পালকে আবারো রঙ চড়াতে ... আনমনা বালক নিবিষ্ট হয় পড়াতে ... নষ্ট হয়েছে সময় ... তাতে কি ... পাওনি অনেক কিছু ... ক্ষতি কি ... সময় যায় নি ফুরিয়ে ... যেটুকু আছে নাও না তা কুড়িয়ে ... ওতটুকেই স্বপ্ন মেলবে ডানা ... নিজের প্রতি আস্থা হারাতে তাই মানা ... কতজন... কত কি হল... আর আমি!!! ... বাউন্ডুলে ভবঘুরে হয়ে, পথে পথে শুধু থামি ... তুমি বাপু বড্ড হতাশাপ্রবণ ... সংকল্পে হও দৃঢ় ! সপে তনু, কায়া, মন ... নিজেকে দাও ছড়িয়ে... অরণ্যকে করো দিপ্ত ... তৈরী করো নিজেকে ... জ্ঞানকে করো উন্মুক্ত ... বিশ্বাস আনো মনে ... বলো আমি নই ছাড়িবার পাত্র ... জয়ী ... আমি হবই ... তা সময়ের ব্যাপার মাত্র ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.