আমাদের কথা খুঁজে নিন

   

৪র্থ ১৬ ডিসেম্বর

মানুষ তার স্বপ্নের সমান বড়

৪র্থ ১৬ ডিসেম্বর পরাগ জাফর সিদ্দিক (১) “দেশে কোন যুদ্ধাপরাধী নেই, মুক্তিযুদ্ধ হয়নি,হয়েছে গৃহযুদ্ধ”-- হায়রে বাঙালী- বিজয়ের ৩৬ বছর হয়ে গেলো তবুও মানুষ হতে পারলিনা! রবি বাবুকে কি তাহলে ঠিক ধরে নিবো!!?? সত্যিই কি বিচিত্র সেলুকাস আমাদের দেশ! শিক্ষক অধিকার নিয়ে কথা বললে তার বিচার হয়, মন্ত্রী চুরি করলে বিচার হয়, কিন্তু দেশাদ্রোহীদের বিচার বাংলাদেশে হয়না; তারা বলে- যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের দায়িত্ব নয়!!! (২) সিডরের চোখ থাকতেও সে অন্ধ , কিন্তু বাঙালী আজ নিজের চোখ দিয়ে দেখতে শুরু করেছে, লক্ষ থেকে হাজারে চলে এসেছে প্রান হানি, বাঙালী বাঁচতে শিখে গেছে, একে অপরের পাশে দাঁড়াতে শিখে গেছে। সেইদিন দূরে নেই যেদিন রাজাকারদের টুঁটি চেপে ধরবে আর আদায় করে নিবে তাদের অধিকার। (৩) চলুন আমরা ৩৬ তম বিজয়ের দিনে অঙ্গীকারবদ্ধ হই ৩০লক্ষ শহীদের জীবন বৃথা যেতে দিবনা আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো- জয় বাংলা। ১৬ ডিসেম্বর,২০০৭ রাওয়ালপিন্ডি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।