আমাদের কথা খুঁজে নিন

   

"গানে গানে বান্দররে বুঝাই, বান্দর থাকে অন্য পাড়ায়।" হে হে হে হে হে হে হে!



যখন শুনি "আমার সোনার বাংলা" তখন নিজেকে খুব গবিত মনে হয় "ও আমার দেশের মাটি"শুনলে মনে হয় এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না যখন শুনি"৭১'এর মা জননী"তখন মনে হয় এ দেশকে রাজাকারমুক্ত করি "মনের মাঝে তুমি"শুনলে মনে হয় আমি প্রেমে পরেছি "রাত নিঘুম বসে আছো তুমি"শুনলে মনে হয় ভালোবাসা কত মধুর,কত সুন্দর যখন তুমি বললে, 'তোমাকে মেনে নেওয়া সম্ভব না' তখন তাহসানের সে ছ্যাকা খাওয়া গানের কথা মনে পড়ল "দূরে তুমি দাড়িয়ে,সাগরের পারে পা ভিজিয়ে" (প্রেমে পরার আগে মনে হত শুধুই ছাগলামি) তাই তখন আমি একটা গানই শুনতাম দেবদাসের "মাআআআআরডালা"(আম্মাআআ) এরপর শুনা শুরু করলাম korn,metalica'এর গান তখন মাথায় গিটার ভাঙতে মনে চাইল যখন শুনলাম linkin park,beatles তখন মনে হলো পৃথিবীর সব অসহায় মানুষের পাশে দাড়াই তাই চিন্তা করছি এরপর কেউ যদি বলে "তোর জন্য আমি বন্য" তখন আমি বলব "ভাআআআআলোবাসি না আমি তোমাকে"। হি হি হি হি............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.