আমাদের কথা খুঁজে নিন

   

উদাসীর ফাউ প্যাচাল, কামের চাপে মাথা উড়াল!

আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!

গত বেশ কিছু দিন কাজের চাপে আছি। যখন প্রথম এ জবটায় ঢুকি তখন তেমন কোনো কাজ ছিলাম। সারাদিন ঝিমাতাম আর ইন্টারনেটে শুধু ডাউনলোডের উপর থাকতাম। একসময় অতিরিক্ত ডাউনলোডের কারনে আইটি আমার ল্যাপটপ সিজ করলো।

টানা এক সপ্তাহ ওএসডি এর মতো ঘুরা ফেরা করতাম খাইতাম, আর ঝিমাইতাম। আইটি মাঝে মাঝে যেতাম আড্ডা দিতাম, কারন যারা নিয়ে গিয়েছিলো তাদের অধিকাংশই পরিচিত। যখন ল্যাপটপ ফিরে পেলাম, বস তেমন কিছুই বললো না যেনো উনি আমার চেহারা দেখে থ্রিস্টুজেস দেখছেন। যাই হোক আমি ল্যপটপ ফিরে পেলাম,তবে এবার একটু ব্যাতিক্রম হলো। সেটা হলো আমাদের অফিসেরই এক কলিগ দেখিয়ে দিলো সামহোয়্যারের এই ব্লগ সাইট।

প্রথমে মনে হলো হুদাই। কিন্তু কিছুদিন আগ পর্যন্তও এটা নেশার মতো হয়ে ছিলো। তবে এখন আমার কাজের সুযোগ বাড়ায় কয়দিন না ব্লোগিং করেও আমার দিন গুলো সুন্দর কাটছে। আসলেই আমার কাছে এখন বোধ হয় ক্যারিয়ারটাই আসলে। তবে এই ব্লগ আমাকে যা দিয়েছে তা স্কুল লাইফ, কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, এখন "ব্লগ লাইফ"ই বলা চলে! এখন দিন যাচ্ছে কাজের চাপও বাড়ছে কিন্তু চাকরিটা আমি খুবই উপভোগ করছি।

মাঝে মাঝে মনে হয় আমি যেনো ভার্সিটি লাইফে ফিরে এসেছি। তবে একটাই পার্থক্য, ওখানে প্রচুর ঘুমাতাম আর পড়তাম, আর এখন কম ঘুমাই আর পড়ালেখার ধারে কাছেও যাই না। এতই বাড়ছে যা মাঝে মাঝে মনে হয় দিন গড়িয়ে কখন সন্ধ্যা এলো সেটা বুঝতে পারি না। মাঝে মাঝে যখন ফোন আসে ধরতে পারি না, কারন রিংটোন অফ। যখন কল গুলো ব্যাক করতে যাই তখন হয়তো ওপাশ থেকে এমনও বলে,"দুদিন আগে কল করেছিলাম, কেবল মনে পড়লো।

"এখন অনেকের কাছ থেকে মনে হয় দূরে সরে যাচ্ছি। আসলেই জীবনটা অদ্ভূত। ছবিটা একটু আগে আমার কলিগের নতুন মোবাইল সেটে কেনা যখন আমি কাজের চাপে দিশেহারা হয়ে দাড়িয়ে দাড়িয়ে ঝিমাচ্ছিলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.