আমাদের কথা খুঁজে নিন

   

১৭টি 'সেফট্রিয়াক্সন' ইন্জেকশান ও ফারহাদ মাজহার



আমাদের দেশে একমাত্র পণ্য ওষুধের গুনগতমান পরীক্ষা করা হয় । তা করেন ও মূল্য নির্ধারন করে দেন ওষুধ প্রশাসন । এই সকল ওষুধের মান এত ভাল যে অনেক উন্নত দেশেও এর রপ্তানি হয় । বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠানও আমাদের ওষুধ পরীক্ষা করে দেখেছে । বিভিন্ন UN organizationও আমাদের দেশ থেকে ওষুধ নিয়ে বিভিন্ন দেশে দিয়ে থাকে সম্পতি ১৭টি কোম্পানির 'সেফট্রিয়াক্সন' ইন্জেকশান নিয়ে গুনগতমান নিয়ে বিএসএমএমউ ২ জন অধ্যাপকের সংশয় নিয়ে মিডিয়াতে বেশ আলোচনা হয়েছে এবং প্রতিবাদও হয়েছে । অতঃপর আজকের দৈনিক ইত্তেফাকে এসেছে যে, উক্ত ১৭টি কোম্পানির 'সেফট্রিয়াক্সন' ইন্জেকশানের গুনগতমান সঠিক এবং এ ব্যপারে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে । কিন্তু বিতর্কিত বুদ্ধিজীবি ফারহাদ মাজহার এ নিয়ে একটি বিরাট প্রতিবেদন ছাপালেন দৈনিক আমার দেশ পত্রিকায় । কি বুঝে এটা লিখলেন বুঝলাম না, তবে এটুকু বুঝলাম তিনি দেশপ্রেমিক না । সম্প্রতি কতগুলো কাজের কারনে তার প্রতি আমার আর কোন শ্রদ্ধার অবশিষ্ট রইল না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.