আমাদের কথা খুঁজে নিন

   

শিলা কি ছাইমোম?

নৎধরহরধপথ21@ুধযড়ড়.পড়স

শিলাকে অনেকদিন থেকে সাইমুম বলা হচ্ছে, আমি বেশ কয়দিন ছিলাম না, আইসা দেখলাম যে দ্য সাইমুম রিটার্নস, ভালা, তো সাইমুমের কী বিষয় কী বৃত্তান্ত খোঁজ নিতে গিয়া শুনসি যে ছাইমোম ভালো লিখতো তবে রসবোধের ক্ষেত্রে সে বেশ নির্বোধ আছিল, অবশ্য খারাপ কিছু তখন কইত না, তারপর সহসা তার মস্তিষ্কবিকৃতি হইসিল কিনা আল্লা জানেন, একজন মেয়েকে কুত্সিত কথা বইলা সে ব্যান হইসিল। এখন শিলার রসিকতাবোধ তো দেখি খুব ভালো, আর ওনার লেখায় একটা শক্তিশালি পার্সোনাল টাচ থাকে.... জোরালো.... রাইটার্স ভয়সই কই, এবং সেটা ফেমিনিন.... মানে ওনার লেখা পইড়া ওনাকে মেয়ে বলেই মনে হয়। প্রশ্ন হইল সাইমুমের মতন একটা আ.......র পক্ষে কি শিলার পোস্টগুলা লিখা সম্ভব? আমার মনে হয় না যে ছাইমোম ইমপার্সোনাইটিংয়ে এইরকম দক্ষতা দেখাইতে পারে, তাছাড়া রসিকতাবোধ খুব ভালো না হলে শিলার মন্তব্যগুলা করা সম্ভব না।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।