আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিপুরা ভ্রমণ: বিচ্ছিন্নতায় মিলনের বোধ - ৪

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

...কারণ রাজা খুব বেশি দিন বাঁচেননি। মাত্র ৩৯ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। প্রাসাদের নাম নীরমহল। এবং এই প্রাসাদটি তৈরি হয়েছে রুদ্রসাগর নামের এক বিশাল জলাভূমিতে। যার আয়তন প্রায় পাঁচ বর্গকিলোমিটার।

জলাভূমিটির ঠিক মাঝখানে বলে এর নামকরণ করা হয়েছে নীর অর্থাৎ জলমহল। আমাদের কুমিল্লার মতোই ত্রিপুরায়ও অনেক বড় বড় দীঘি রয়েছে; আমাদের পূর্বপুরুষদের কাছে যেগুলো সাগর হিসেবেই পরিচিতি পেতো। এজন্য কুমিল্লা ও তার আশেপাশে যে সমস্ত বড় দীঘি আছে, তার সবগুলোর নামের শেষে সাগর শব্দটি আছে। ত্রিপুরায়ও তার ব্যতিক্রম দেখিনি। তীর থেকে নীরমহলে যেতে হয় নৌকা করে।

আমরা সেখানে ত্রিপুরা ট্যুরিস্ট লজে ছিলাম এবং সাগরের সাথে নাম রেখে এর নামকরণ করা হযেছে সাগরমহল। সাগরমহলের পাশেই নৌকা ঘাট। সেখান নৌকা ভাড়া নিয়ে আমরা চললাম নীরমহল দেখতে (দেখুন নীরমহলের ছবি। ছবিটি নেওয়া হয়েছে ত্রিপুরার একটি ওয়েবসাইট থেকে)। তীর থেকে নীরমহলে পৌঁছতেই লাগলো আধ ঘণ্টা।

আমরা পুরো বিকেলটা ছিলাম সেখানে। সন্ধ্যায় যখন ফিরে আসলাম, আলো-আঁধারিতে কি যে চমৎকার দেখা যাচ্ছিলো! শীতকালে এখানে প্রায় প্রতিদিনই লাইট অ্যান্ড লেজার শো হয়। এর মাধ্যমে এই প্রাসাদ নির্মাণের ইতিহাস থেকে শুরু করে রাজপরিবারের অনেক ঘটনা ফুটিয়ে তোলা হয় বলে আমাদের নৌকার মাঝি জানালেন। আমরা সে রাতে সাগরমহলে ছিলাম। অপূর্ব নিরিবিলি পরিবেশ।

লেকের পাড়ে আমাদের রুম। ঠাণ্ডা হাওয়া আসছিলো। এসি থাকা সত্ত্বেও আমরা এসি বন্ধ করে দিয়ে সেই বাতাস গায়ে লাগালাম। মনে পড়ল, মাকসুদের গানের লাইনটি- 'আর তুমি গায়ে লাগালে বাতাস'। যদিও সে গানের প্রেক্ষাপট এবং আমাদের বাতাস লাগানোর প্রেক্ষাপট ভিন্ন।

এখানে আরেকটি কথা বলা খুবই জরুরি। সেটি হলো, ত্রিপুরায় আমরা যেখানে যেখানে গিয়েছি, সবজায়গার খাবার খুবই চমৎকার। এবং এদের মধ্যে চ্যাম্পিয়ন মেলাঘরের এই সাগরমহলের রান্না। শুধু সেখানকার খাবারের জন্যই সেখানে একদিন থাকা যায়। বিশ্বাস না হলে কেউ সেখান থেকে ঘুরে আসতে পারেন একদিনেই।

পাসপোর্ট ভিসা নিয়ে কুমিল্লা সীমান্তে যাবেন, ওদিকে শ্রীমন্তপুর। সেখান থেকে বাসে মেলাঘর ও সাগরমহল মাত্র ৪৫ মিনিট। চাইলে সকালে গিয়ে দুপুরে খাওয়া-দাওয়া করে বিকেলে নীরমহল দেখে সন্ধ্যায় কুমিল্লা চলে আসতে পারেন। রাতে আড্ডা হলো, বেড়ানো হলো মেলাঘর মফস্বল শহরটি। লেকের পাড়ে বসে দু'একজন গানও গাইলো গুনগুনিয়ে।

মনে মনে প্রস্তুতি চলছে- আগামীকাল যাবো উদয়পুর। আরেকটি নতুন জায়গা। আরেক ধরনের মানুষ। আরেক পরিবেশ। আমাদের আরেক অভিযাত্রা।

তবে সেখানে যা হয়েছিলো অন্য কোথাও তা হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.