আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গ : ‘দেশে কোনও যুদ্ধাপরাধী নেই’ (মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (অব.), বীর প্রতীক)

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

(দৈনিক দিনকাল থেকে) মুল পয়েন্টস গুলো এখানে দেওয়া হলো ... বিস্তারিত পড়ুন - ১) বাংলাদেশের জ্যেষ্ঠ নাগরিকদের মধ্যে একজন নাগরিক সাবেক বিচারপতি মোস্তফা কামাল -" আজকাল লোকেরা বলছে যে কোনও যুদ্ধাপরাধী নেই, কিছুদিন পর হয়ত বলবে যে বাংলাদেশে কোনও মুক্তিযুদ্ধ হয়নি। তার মানে হচ্ছেÑ আমরা কোনওদিন বাস্তব ইতিহাস বা সত্য ইতিহাস জানতে পারব না। " ২) আমি এখন সুনির্দিষ্টভাবে ৩টি প্রস্তাব তুলে ধরছিÑ এক. একটি কমিশন গঠন প্রসঙ্গে। এর কয়েকটি ব্যাখ্যা দেই - যেহেতু পত্র-পত্রিকায় দুর্নীতির অনেক খবর ছাপা হলেও ঐ খবরের ভিত্তিতে আদালতে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য যথেষ্ট নয় সেহেতু দুর্নীতি দমন কমিশন আছে এবং থানার অফিসাররা তদন্তকারী কর্মকর্তার এবং আইনবিদরা প্রসিকিউট করেন এবং সরকারি উকিলরা অনুরূপভাবে ১৯৭১ সালের অপরাধগুলো প্রসঙ্গেও কাউকে না কাউকে আনুষ্ঠানিকভাবে তদন্ত করে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করতে হবে আদালতে, আইনের আওতায়। তাই আমি দাবি করছি যে একটি কমিশন গঠন করা হোক, বিজ্ঞজনরা এ কমিশনের একটা উপযুক্ত নাম দেবেন।

কমিশনের কাজ ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের কোন কোন রাজনৈতিক দল কী কী ভূমিকা রেখেছিল সেটি বলা এবং সেখানে যদি কারও ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তথা মুক্তিযুদ্ধের বিরোধী হয়ে থাকে তবে আইনগতভাবে তাকে অভিযোগপত্র দাখিল করা। দুই. যদি সম্ভব হয় ২/১টি ঘটনা হলেও আবিষ্কার করত: জনসম্মুখে আইনের আওতায় তুলে ধরা। যেগুলোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুদ্ধ অপরাধ বলা যায়। তৃতীয়. প্রস্তাব হচ্ছেÑ বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় তত্ত্বাবধায়ক সরকার হয়তো বলতে পারে যে, এটি একটি স্পর্শকাতর বিষয়, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত, আমরা এটা কিভাবে টাচ্ করব? আমার বিনীত নিবেদন নির্বাচন থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি কী করিনি এটাকে যারা চ্যালেঞ্জ করছে তাদের এটার উত্তর দেয়া। শেষ, আমাদের দেশের মিডিয়া সংক্রান্ত।

সেই মিডিয়া হল এটা যে আমাদের পার্লামেন্ট নেই এ বিষয় নিয়ে আলোচনা করা যাচ্ছে না, সেজন্য বাংলাদেশের মুদ্রণ মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার কাছে আবেদন করছি তারা যেন এ বিষয়টিকে এখন আলোচনায় নিয়ে আসেন। পক্ষে-বিপক্ষে যে যা বলার বলুক এবং দেশের জনগণ যেন সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে পারে। আমরাও আমাদেরটা বলব, কেউ যদি বলে যে আমরা করিনি তাকে প্রশ্ন করব এবং তাকে উত্তর দিতে হবে। লেখক: মেজর জেনারেল ইবরাহিম। মুক্তিযোদ্ধা, নিরাপত্তা, রাজনীতি ও জাতি গঠনবিষয়ক বিশ্লেষক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।