আমাদের কথা খুঁজে নিন

   

মাকে নিয়ে দীর্ঘতম কবিতা

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

১. পৃথিবীর দীর্ঘ চরনের কবিতা কোনটি তা আমার সঠিকভাবে জানা নেই। জানা থাকলে খুবই ভালো হতো। আমার ইচ্ছেটা তাহলে আরো বেশি স্পেসিফিক হতে পারতো। তবে খুব একটা সমস্যাও নাই। একসময় নিশ্চয়ই দীর্ঘতম কবিতাটি সমন্ধে জানা হয়ে যাবে।

২. ইন্টারনেটে সার্চ দিয়ে জানলাম পৃথিবীর দীর্ঘতম কবিতাটি ৭৬০০ লাইনের (verses)। তবে সেটি ৪ আগষ্ট ২০০৬ এর হিসাব অনুযায়ী। ওই সময় ফ্রান্সে কবিতাটির প্রদর্শন করা হয়েছিল। ৩. এবার আমার ইচ্ছের কথা বলি। কারো কাছে এটি পাগলামি বা ছেলেমানুষি মনে হলে আমার কিছুই করার নেই।

আমার ইচ্ছে বাংলা ভাষায় মাকে নিয়ে সবচেয়ে বেশি লাইনের কবিতাটি লেখতে। সেটা হবে সম্মিলিত প্রয়াসে। এটি পৃথিবীর দীর্ঘ কবিতাও হতে পারে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হলো এটি আমি এই ব্লগের মাধ্যমে করতে চাই। ব্লগের সবাই যদি মায়ের জন্য চার লাইনের কবিতা লেখে তাহলেও সবার সম্মিলিত প্রয়াসে অনেক বড় একটি কবিতা হবে।

আমার প্রাথমিক লক্ষ্য এটি হবে মাকে নিয়ে লেখা বাংলাদেশের সবচেয়ে বড় কবিতা। তার পরবর্তী পর্যায়ে পৃথিবীর দীর্ঘ কবিতার দিকে এটি এগুতে পারে। ৪. মানবিকতা আমার লেখার মধ্যে শত চেষ্ঠায় ফুটাতে পারিনা। আর এজন্যই বুঝি শত গম্ভীর হয়ে কথা বললেও আমার বন্ধুরা সহজভাবে নেয়। তবে এই কবিতার বিষয়টি আমার মনের অনেক আবেগ থেকে উতসরিত।

এ বিষয়ে ব্লগের সকল বন্ধুর অংশগ্রহণ আন্তরিকভাবে প্রত্যাশা করছি। ৫. আমি প্রাথমিকভাবে ৬ লাইনের কবিতা দিয়ে শুরু করলাম। খুবই সহজ ভাষায় আমার মনের অনুভুতির প্রকাশ এতে। এখন আমি আশা করব ব্লগের বন্ধুরা তাদের মাকে নিয়ে এখানে লিখবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।