আমাদের কথা খুঁজে নিন

   

তাকওয়া বিহীন আত্ন শুদ্ধি সম্ভব নয় । (ছয়)



আগের পর্ব দেখুন সন্দেহ ও সংশয় যা অন্তরকে হক্ক বা সত্য গ্রহণ করা থেকে অন্ধ করে দেয় এবং মানুষকে পথভ্রষ্ট করে দেয়। তাই সন্দেহ মারাত্তক এবং ধ্বংসাত্নক এক রোগ, যা ঈমানের স্বাদ নিয়ে যায় এবং শয়তানের কুমন্ত্রনা বৃদ্ধি করে দেয় এবং তার অনুসারীকে কুরআন ও হাদীস থেকে উপকৃত হতে বাধার সৃষ্টি করে। আল্লাহ পাক এরশাদ করেনঃ " অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে ফলতঃ তারাই অশান্তি সৃষ্টি ও ব্যাখ্যা বিশ্লেষণের উদ্দেশ্যে অস্পষ্টের [ অস্পষ্ট আয়াতের] অনুসরণ করে।" (সুরা আল ইমরান-৭) এই শ্রেণীর মানুষ তারা আল্লাহ তা'য়ালার কিতাব এবং রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাত বা হাদীস থেকে উপকৃত হতে পারে না. কারণ তাদের দৃষ্টি কুরআন এবং হাদীসের দিকে হিদায়েত এর জন্য থাকে না বরং সন্দেহ ও অন্যকে বিভ্রান্ত করা এবং উপমা দেয়া ছাড়া আর অন্য কোন উদ্দেশ্য নেই। আল্লাহ তা'য়ালার সন্দেহ এবং তাদের অনুসারীদের থেকে আমাদের সাবধান থাকা অপরিহার্য। আল্লাহ পাক এরশাদ করেনঃ " নিশ্চয়ই তিনি [আল্লাহ] তোমাদের গ্রন্থের মধ্যে নির্দেশ করেছেন যে, যখন তোমরা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি অবিশ্বাস করতে এবং তার প্রতি উপহাস করতে শ্রবণ কর, তখন তাদের সাথে উপবেশন করো না, যে পর্যন্ত না তারা অন্য কথার আলোচনা করে, অন্যথা তোমরাও তাদের সাদৃশ হয়ে যাবে, নিশ্চয়ই আল্লাহ সে সমস্ত মুনাফিক ও কাফিরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। " (সুরা আন নিসা ১৪০) আল্লাহ আমাদেরকে ভাল ও উত্তম, সৎ এবং ধার্মিক লোকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার তাওফীক দান করুন। আরো আছে......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.