আমাদের কথা খুঁজে নিন

   

সোহরাওয়ার্দী উদ্যানে এনএসআই-ছাত্রলীগ সংঘর্ষ: আহত ১১

সব সময় সত্য বলার চেষ্টা করি। ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স (এনএসআই) কর্মকর্তাদের সাথে ছাত্রলীগের কর্মীদের সংর্ঘষ হয়েছে। এতে আহত হয়েছে ১১ জন। তাদের মধ্যে গুর“তর ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০ টায় ছিনতাইয়ের অভিযোগ এনে এনএসআইয়ের ৪ কর্মকর্তা এফ রহমান হলের কয়েকজন শিক্ষার্থীকে আটক করে মারধর করে। এ খবর শুনে হলের শিক্ষার্থীরা উদ্যানে গিয়ে দায়িত্বে কর্মকরত এনএসআই কর্মকর্তাদের উপর পাল্টা হামলা চালায়। দু’গ্র“পের সংঘর্ষে আহতরা হলেন, রবিউল (পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডি বিভাগ), রাকিব ( একাউন্টিং বিভাগ), ফাহিম (আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগ), হুমাউন (দর্শন বিভাগ), রাহাত (টুরিজন এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ), ফার“ক (ফাইনান্স বিভাগ), আরিফ (একাউন্টিং বিভাগ) প্রমুখ। এরা সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত ছাত্রলীগ কর্মীদের দাবি ছিনতাইয়ের নাটক সাজিয়ে এনএসআই কর্মকর্তা ও ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা ওয়াসিম উদ্দিন জুয়েল ঢাকা কলেজের উৎশৃঙ্খল ২৫/৩০ জন শিক্ষার্থীদের নিয়ে ঢাবির ২০ জন শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

উদ্যানের ভিতর এনএসআইয়ের কয়েকজন কর্মকর্তা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করার কারনে ছিনতাইয়ের অভিযোগ এসে তাদেরকে পরিকল্পিতভাবে মারধর করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। তবে জুয়েলের দাবি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সোহরাওয়ার্দী উদ্যানে নিয়মিত ছিনতাই করে। মঙ্গলবার রাতে এনএসআইয়ের এক কর্মকর্তার বন্ধুর কাছে ছিনতাই করার সময় উদ্যানে কর্মরত বাকি কর্মকর্তারা তাকে খবর দিলে তিনি সাধারণ জনতাকে সাথে নিয়ে তাদেরকে আটক করেন। পরে শিক্ষার্থীরা তাদের উপর পাল্টা হামলা চালায়। এতে এনএসআই কর্মকর্তার বন্ধু রাসেদ আহত হন।

রাসেদ নয়া বাজারে ব্যবসা করেন বলেও তিনি জানান। এদিকে অভিযোগ রয়েছে, দলীয় পরিচয়ে এনএসআইয়ে চাকুরী পাওয়ার পর বেপরোয়া হয়ে উঠেছেন জুয়েল। এজন্য তাকে শিক্ষার্থী কয়েকবার মারধর করেছেন। এছাড়া মেয়েদেরকে উত্তক্ত করার অভিযোগে তাকে ক্যাম্পাসের ভিতর একাধিকবার লাঞ্ছিত হতে হয়েছে। তবে জুয়েল এ ঘটনায় জড়িতদের বির“দ্ধে মামলা করবেন বলে জানান।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরিফ বলেন, একজন সরকারী কর্মকার্তা কখনো অন্যায়ভাবে শিক্ষার্থীদের গায়ে হাত তুলতে পারে না। জুয়েলের খারাপ আচরণের কারনে তাকে ইতিমধ্যে ক্যাম্পাসে একাধিকবার লাঞ্ছিত হতে হয়েছে বলেও তিনি জানান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বলেন, সোহরাওয়াদি উদ্যানে ঝামেলার কথা শুনেছি। তবে বিস্তারিত বলতে পারছি না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.