আমাদের কথা খুঁজে নিন

   

সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ কাল

নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ঢাকার বাইরে সারা দেশের জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়েও একই কর্মসূচি পালন করবে বিরোধী জোট।
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে বেলা দুইটায় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সমাবেশ সফল করতে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠন অসাংবিধানিক দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.