আমাদের কথা খুঁজে নিন

   

সুরকার সেলিম আশরাফ-এর আরোগ্য কামনা করছি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

খুলনা ফিল্ড ট্যুর শেষে ফিরছিলাম ঢাকার উদ্দেশ্যে। অফিসের কলিগসহ আমরা দুজন এবং ডন গ্রুপ অফ কোম্পানির মালিক ছিলেন সাথে। ক'দিনের ট্যুরে তাঁর সাথে বেশ সখ্যতা হয়ে গেলো। আলোচনা চলছিলো শিল্প-সাহিত্য নিয়ে। ডন গ্রুপের মালিকের কাছেই প্রথম শুনলাম সুরকার, সঙ্গীত পরিচালক সেলিম আশরাফ-এর মারাত্মক অসুস্থতার কথা।

তাঁর স্ত্রী শিল্পী আলম আর মিনুর এসএমএস দেখালেন আমাকে। তখনই জেনেছিলাম সুরকার সেলিম আশরাফ বনানী সিকদার মেডিক্যালে অসুস্থ হয়ে ভর্তি আছেন। পরে প্রথম আলোতে দেখলাম খবরটি বের হয়েছে। তবে খবর এসেছে খুব ছোট আকারে। বিখ্যাত কণ্ঠশিল্পীরা অসুস্থ হলে যেরকম খবর হয় সেভাবে আসেনি।

কারণ সেলিম আশরাফ একজন সুরকার- মঞ্চের পেছনের কারিগর। সেলিব্রেটিদের মতো তো আর ফেস ভ্যালু নেই তাঁর! মনে পড়ে, অনেক কালজয়ী গানের স্রষ্টা সঙ্গীত পরিচালক, সুরকার আনোয়ার পারভেজের অসুস্থতার প্রথম পর্যায়ে এররকম নিরব ছিলো শিল্প-সংস্কৃতি জগতের সবাই। যখন হুঁশ হয়েছিলো তখন তিনি চলে গিয়েছিলেন পরপারে। বেঁচে থাকতে আক্ষেপ করে তিনি বলেছিলেন একবার- আমাকে যেন মরণোত্তর কোনো পদক দেয়া না হয়। অথচ কী আশ্চর্য সেই মরণোত্তর পদকই পেলেন তিনি এবার।

এটাই আমাদের কালচার, এদেশের সংস্কৃতসেবীদের মূল্যায়ণ! অনেক বিখ্যাত গান রচনা করেছেন সুরকার সেলিম আশরাফ। তাঁর সুর করা একটি বিখ্যাত গান- যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা...। গানটি প্রথম গেয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী, তারপর গেয়েছেন আলম আরা মিনু। এরপর কোজআপওয়ান তারকা শিল্পীদের গাওয়া প্রিয় গান ছিলো এটি। সেলিম আশরাফ বিটিভি এবং বাংলাদেশ বেতারের ভালো ভালো দেশাত্মক এবং আধুনিক গান নিয়মিত সুর করেন।

তাঁর সুর করা কয়েকটি গান- এই যাদুটা যদি সত্যি হয়ে যেতো, তুলা রাশির মেয়ে আর, যে বাতাসে ফোটে ফুল প্রভৃতি উল্লেখযোগ্য। সঙ্গীত পরিচালক সেলিম আশরাফ এখন ভীষন অসুস্থ। তাঁর ফুসফুসে পানি জমেছে। হার্টে দুটো ব্লক ধরা পড়েছে। শ্বাস-প্রশ্বাসে মারাত্মক কষ্ট হচ্ছে।

তাঁর শরীর এতো দুর্বল যে, শরীরে বেশি পাওয়ারের কোনো ওষুধও দেয়া যাচ্ছে না। তাঁর স্ত্রী আলম আর মিনু বেশ দুঃশ্চিন্তায় কাটাচ্ছেন আজকাল। ছেলোমেয়েদের দেখাশোনা আর স্বামীর চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি। আমরা কী কেউ এগিয়ে আসতে পারি না তাঁর সহযোগিতায়!? আসুন সবাই মিলে তাঁর আরোগ্য কামনা করি অন্তত। 30.03.2007


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.