আমাদের কথা খুঁজে নিন

   

দুরত্ব

জীবন যেখানে যেমন

পৃথিবীতে আমাদের একটিই পরিচয় আমরা মানুষ। মনুষত্ব্য মানুষের প্রধান পরিচয়। আচ্ছা আসলেই কি আমরা মানুষ হিসেবে মনুষ্যত্বের পরিচয় দিতে পারছি। আমাদের মনুষত্ব্য কি নিজের স্বার্থের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে? আমরা কি নিজের স্বার্থের প্রয়োজনে মনুষত্বকে ব্যবহার করি? হয়তো হ্যাঁ, হয়তো না। আমরা কি কেবলই নিজের স্বার্থ নিয়ে বেঁেচ থাকব।

অন্যের সুখ-দুঃখ কে কখন দেখব না। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধ, ভালবাসা হারিয়ে গেছে, নাকি আমরা নিজেরাই হারিয়ে গেছি। নিজের স্বার্থকে ব্যবহার করেই কি আমরা বেচেঁথাকব। যে শিশুটি খাবার না পেয়ে ক্ষুধায় কাতর তার মুখে খাবার তুলে না দিয়ে আমরা কি করে খায়। যদি আজ তার জায়গায় আমি আপনি হতাম তাহলে! তাদের প্রতি এতটুকু সহানুভুতি আমাদের কি আছে ? হ্যাঁ আছে আমরা পারি তাদের মুখে খাবার তুলে দিতে কেবল প্রয়োজন তাদের একটু সাহায্য করা।

আসুন আমি আপনি তাদের সাহায্য করি। (আম্মাআআ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।