আমাদের কথা খুঁজে নিন

   

অনাকাংখিত



1.ঘরে চমৎকার অন্ধকার। কুচকুচে কালো এই অন্ধকারে কিছুই দেখতে পারছিনা। গলা শুকিয়ে কাঠ। একটু পানি পেলে ভালো হত। একি আমার হাত কোথায়?আমিতো হাত নাড়াতে পারছিনা।

নাহ পাদুটোও মনে হয় অবশ হয়ে গেছে। ঠিক কি হয়েছিলো মনে করার চেষ্টা করি। আরে কিছুইতো মনে পড়ছেনা। চোখ দুটো কি কাজ করছে ঠিকমত?যদি কাজ করতো তাহলে এমন অন্ধকারেওতো কিছুনা কিছু দেখা যেতো। আমার শরীর বলে কি কিছু নেই ? 2.হে খোদা আর একটিবার আমাকে পৃথিবীতে ফিরিয়ে দাও।

আমি সূয থেকে রং নিয়ে পূবে যাবো। সাদা কালো শহরগুলোকে রাঙ্গিয়ে দেবো নতুন করে। হতাশ মানুষগুলোকে স্বপ্ন দেখাবো বাচার। ঘৃণার ঘরে আগুন জ্বালাবো। ভালোবাসায় ভরিয়ে দেবো ভালোবাসার ঘরগুলো।

হে খোদা তোমার সৃষ্টিকে একবার দেখতে দাও। সমুদ্রের ঢেউ এর সাথে একবার ভাসতে দাও। পাড়ের বালুকণার সাথে শামুকের মাখামাখি দেখতে দাও। পাহাড়ের চূড়ায় উঠে দূরের আকাশটার সাথে সমুদ্রের মিলনটা দেখতে চাই মন জুড়ে। শীতের সকালে মায়ে কোলে শুয়ে আগত দিনের শুরুটা দেখতে চাই।

হে খোদা একবার প্রিয়ার সাথে দেখা করতে দাও। প্রিয়ার গলার কাছে একটা চুমো দেবো। চুলের গন্ধ শুকবো মন ভরে। হাত দুটো ধরে চুড়িগুলো এলোমেলো করে দেবো। ঝনঝন শব্দ শুনে প্রিয়া হাসবে সেই হাসিটা দেখতে চাই।

হে খোদা আমি তাকে কত ভালোবাসি সেটা অরেকবার বলতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.