আমাদের কথা খুঁজে নিন

   

ফারিয়া আমার বল্গাহীণতায় লাগাম টেনে দিয়েছে



কাল ব্র্যাক সেন্টারে নিজের পরিচয় কিভাবে দেব তা আগে ঠিক করে যাইনি । তাই আরিল যখন প্রথম জিজ্ঞেস করলো তখন একটু থতমত খেয়ে গেলাম এই ভেবে যে কোন টা বলবো । টেরেসে ও আর আমি ছাড়া আর কেউ ছিলনা বলে, ওকে বলেই ফেললাম । তারপর আরিল ওর ফোন পেয়ে ভেতরে চলে গেল । কারো সঙ্গে পরিচয় নেই তাই আমি একা একাই টেরেসে দাড়িয়ে রইলাম ।

তাই দেখেই বোধ হয় ভেতর থেকে সাদা ফারিয়া বেড়িয়ে এল । পরিচয় নিয়ে ভেতরে নিয়ে গেল, সবার সামনে সরাসরি বললো, 'উনি হচ্ছে ন স্যান্ডউইচ' । আমি পুরো দস্তুর হতচকিত ! কেননা ব্লগে আমার ভাষা অনেক টা বল্গাহীণ । তাই চাচ্ছিলাম না সবাই আমাকে চিনুক । আমি ভাবিনি ও আমাকে ছদ্যনামে পরিচয় করিয়ে দেবে ।

সবাই খুব আন্তরিকতার সাথে আমাকে গ্রহণ করায়, আমার অস্বস্তি কেটে গেল । ওর এমন নাটকীয় ভঙ্গিতে আমাকে পরিচয় করিয়ে দেয়াতে, আমার জন্য পরিবেশটা আরও বান্ধব হলো । ওর আমাকে এমন কিংকর্তব্যবিমূর করে দেয়াটা অবশেষে ভালই লেগে গেল । ওকে ভাল লাগার অবশ্য আরও কারন আছে । অনাড়ম্বরতার মাঝেও ওর ছিপছিপে ফিগার আর বুদ্ধিদীপ্ত চেহারা ভাল না লেগেব উপায় নেই ।

কিন্তু ও আমার একটা ক্ষতি করে দিয়েছে । ও আমার ব্লগের বল্গাহীণতায় লাগাম টেনে দিয়েছে । সামহোয়ার ইনে ণিখে আনন্দ পাই আসলে এ কারনেই । আমি এখন আর এই ব্লগে যেমন খুশি তেমন ভাষায় যা খুশি তাই লিখতে পারবোনা । এর জন্য ওর কাছ থেকে জরিমানা নিতে হবে ।

জরিমানা না নিয়ে আমি ওকে ছাড়বোনা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.