আমাদের কথা খুঁজে নিন

   

ডায়ানা স্মরণে কনসার্ট করবেন উইলিয়াম-হ্যারি

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ব্রিটিশ যুবরাজের দুসনত্দান প্রিন্স উইলিয়াম ও হ্যারি তাদের মা ডায়ানার 10ম মৃতু্যবার্ষির্কী পালন উপলক্ষে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছেন। গতকাল প্রকাশিত ব্রিটেনের 'দ্য সানডে মিরর' পত্রিকার খবরে একথা বলা হয়েছে। লন্ডনের উত্তরাঞ্চলের 'দ্য নিউ ওয়েম্বলি' স্টেডিয়ামে ডিসেম্বরের 12 তারিখে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে পত্রিকার খবরে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সেরা সেরা পপ তারকারা গান পরিবেশন করবেন।

এ অনুষ্ঠানে 90 হাজার লোক উপস্থিত হবে বলে ধারণা করা হচ্ছে। ডায়ানার ছেলে উইলিয়াম ও হ্যারির আগ্রহেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে ব্রিটিশ রাজপরিবারের সূত্র জানিয়েছে। সঙ্গীত পরিবেশন করবেন, প্রখ্যাত পপ তারকা ম্যাডোনা, কিলাই মিনোগি ও বায়ন্স প্রমুখ। এছাড়া ব্যান্ড দলের মধ্যে থাকছে, 'রক ব্যান্ড', 'দ্য কিলার' এবং 'র্যাপার ফ্যারেল'। এলটন জন এবং জর্জ মাইকেলের মতো বিখ্যাত শিল্পীরাও এ অনুষ্ঠানে ডায়ানার স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন।

প্রিন্স উইলিয়াম এবং হ্যারি উভয়েই বর্তমানে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত। পত্রিকার খবরে বলা হয়, এ অনুষ্ঠান আয়োজনের জন্য ডায়ানার দুই ছেলে প্রস'তিপর্বের কাজ করছেন। একটি সূত্র পত্রিকাকে জানিয়েছে, ওই কনসার্টের ব্যাপারে উইলিয়াম ও চার্লস ভীষণ উদ্দীপ্ত। উল্লেখ্য, 1981 সালে জুলাই মাসে ডায়ানা ব্রিটিশ যুবরাজ চার্লসকে বিয়ে করে রাজবধূর মার্যাদায় অধিষ্ঠিত হন। এরপর বিভিন্ন কারণেই বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠেন ডায়ানা।

কিন' বিয়ের কয়েক বছর পরেই চার্লসের সঙ্গে ডায়ানার দাম্পত্য কলহ শুরু হয়। 1992 সালে চার্লস ও ডায়ানার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর 1997 সালের আগস্টে মর্মানত্দিক এক সড়ক দুর্ঘটনায় ডায়ানার মারা যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.