আমাদের কথা খুঁজে নিন

   

ডিস্ক পার্টিশনিং : ভাঙ্গা গড়ার খেলা (4)

প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্লগ

(লেখাটি প্রাগৈতিহাসিক যুগে সি-নিউজ নামের একটি পত্রিকায় ছাপা হয়েছিল। আজকাল আর এই পদ্ধতিতে কেউ ডিস্ক পার্টিশনিং করে না। তবু কিছু বেসিক জিনিস আলোচনা করা হয়েছে এতে। কারো কারো কাজে লাগতে পারে ভেবে প্রকাশ করছি এখানে। ) [গাঢ়]অপশন 2[/গাঢ়] এটি হচ্ছে : 2. Set active partition একটিভ পার্টিশন হচ্ছে ডিস্কের বুট করতে সক্ষম প্রাইমারী পার্টিশনের একটি চিহ্ন।

যদি আপনার হার্ডডিস্কে একাধিক প্রাইমারী পার্টিশন থাকে তবে তার যে কোন একটি বুট করার কাজে ব্যবহার করা যেতে পারে। কিন্তু সবগুলো তো আর একসাথে ব্যবহার করা যাবে না, তাই ঠিক যেটিতে আমরা বুট করতে করতে চাই তার গায়ে এই বুট সক্ষমতার মার্কা লাগিয়ে দিলে কম্পিউটার সেটি থেকে বুট করবে। উইন্ডোজে পাওয়া এফডিস্ক ব্যবহার করে একাধিক প্রাইমারী ড্রাইভ তৈরী সম্ভব নয়। এটি দিয়ে যে সবেধন নীলমনি প্রাইমারী ড্রাইভ (যাকে আমরা C ড্রাইভ বলে আখ্যায়িত করছি) তৈরী করা যায় শুধুমাত্র সেটি বুট করতে সক্ষম - আর তাই এটিকেই আমাদের একটিভ করে নিতে হবে। আসলে এই অপশনটি সুবিধা জনক যদি আপনার একই সঙ্গে একাধিক অপারেটিং সিস্টেম - যেমন একইসাথে উইন্ডোজ 98, লিনাক্স এবং উইন্ডোজ 2000 ব্যবহার করতে হয়।

তখন প্রয়োজনমতো দরকারী প্রাইমারী ড্রাইভটিকে একটিভ করে একটির বদলে অন্য অপারেটিং সিস্টেমে বুট করে ফেলা যায়। উল্লেখ্য যে, প্রাইমারী পার্টিশন ব্যতীত আর কোন পার্টিশনকে একটিভ করা যায় না। এখনকার মতো কিবোর্ডে 2 প্রেস করুন এবং এন্টার দিন। পরবতর্ী স্ক্রিনে যে পার্টিশনটিকে একটিভ করতে চান তার নাম্বারটি প্রেস করুন - বর্তমান উদাহরন অনুযায়ী নাম্বারটি হবে 1। হার্ডডিস্ক ইনফরমেশনের একটিভ কলামটিতে আপনি এরপর `A


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.