আমাদের কথা খুঁজে নিন

   

ডিস্ক পার্টিশনিং : ভাঙ্গা গড়ার খেলা (3)

প্রোগ্রামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্লগ

(লেখাটি প্রাগৈতিহাসিক যুগে সি-নিউজ নামের একটি পত্রিকায় ছাপা হয়েছিল। আজকাল আর এই পদ্ধতিতে কেউ ডিস্ক পার্টিশনিং করে না। তবু কিছু বেসিক জিনিস আলোচনা করা হয়েছে এতে। কারো কারো কাজে লাগতে পারে ভেবে প্রকাশ করছি এখানে। ) [গাঢ়]উইন্ডোজ পার্টিশনিং কনসেপ্ট[/গাঢ়] অপশন 3 এ যাবার আগে এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিই।

মনে করুন আপনার কাছে একটি আনকোরা নতুন ডিস্ক ড্রাইভ আছে যার ধারন ক্ষমতা হচ্ছে 20 গিগাবাইট। আপনি এটিতে 5টি পার্টিশন করতে চান - যেগুলোকে আপনি উইন্ডোজে যথাক্রমে C, D, E, F এবং G ড্রাইভ হিসেবে দেখতে পাবেন (এখন ধরে নিন আপনার একটিই মাত্র হার্ডডিস্ক - আগের মতো দুটো নয়)। তাহলে আপনার প্রতিটি ড্রাইভ হবে মোট ডিস্ক সাইজের 20% করে। উইন্ডোজে তিন ধরনের পার্টিশন আছে। এক, প্রাইমারী পার্টিশন - যা কেবল মাত্র একটিই হয় (সহজ করে বিবেচনা করলে) এবং তাকে আমরা সবাই C ড্রাইভ হিসেবে চিনি।

দুই, এক্সটেন্ডেড পার্টিশন - এটিকে সাধারনত কোন ড্রাইভ হিসেবে দেখা যায় না, এটি শুধুমাত্র অন্যান্য ড্রাইভের ধারক হিসেবে কাজ করে - অথর্াৎ D থেকে X পর্যন্ত সমস্ত ড্রাইভ এর উপর অবস্থিত। তিন, লজিক্যাল পার্টিশন - এক্সটেন্ডেড পার্টিশনের উপর অবস্থিত অসংখ্য পার্টিশন, সাধারনত এদের আমরা D, E, ... ইত্যাদি হিসেবে উইন্ডোজে দেখে থাকি। যেমনটি উপরের চারটি ছবিতে দেখান হয়েছে তেমনি ভাবে আমরা পার্টিশনিং তৈরী করার সময় ক্রমাগত একের পর এক ধাপ অনুসরন করব এবং পার্টিশন মুছে ফেলার সময় উল্টোভাবে পেছনের ধাপ থেকে শুরু করে প্রথম পর্যন্ত অনুসরন করে একে একে মুছে ফেলব। [গাঢ়]অপশন 3[/গাঢ়] এই অপশনটি হচ্ছে : 3. Delete partition or Logical DOS Drive অর্থাৎ বুঝতেই পারছেন আপনার পার্টিশন মুছে ফেলা যায় এই অপশনটি ব্যবহার করে। আপনাকে আবারও সাবধান করে দিচ্ছি আপনার কম্পিউটারের সমস্ত ডাটা ব্যাকআপ করে নিতে।

ধরে নিন উপরের চতুর্থ ছবির মতো আপনার হার্ডডিস্কে পাঁচটি পার্টিশন আছে - C থেকে G পর্যন্ত। আমরা এগুলোর সবগুলো মুছে ফেলে প্রথম ছবিটির মতো করে ফেলতে চাই। কিবোর্ডে 3 প্রেস করুন। এরপর আপনি চারটি অপশন দেখতে পাবেন। সেগুলো হল : 1. Delete Primary DOS Partition 2. Delete Extended DOS Partition 3. Delete Logical DOS Drive(s) in the Extended DOS Partition 4. Delete Non-DOS Partition শেষ থেকে শুরু করি - চতুর্থ অপশনটি হচ্ছে অন্য কোন অপারেটিং সিস্টেমের - যেমন লিনাক্স, উইন্ডোজ এনটি ইত্যাদির পার্টিশন মুছে ফেলার জন্য।

তৃতীয় অপশনটি হচ্ছে লজিক্যাল ড্রাইভগুলো যেগুলোকে আমরা D, E, ... ইত্যাদি হিসেবে উইন্ডোজে দেখতে পাই সেগুলো মুছে ফেলার জন্য। দ্বিতীয় অপশনটি এক্সটেন্ডেড পার্টিশন - উপরের ছবিতে যাকে ডট ব্যবহার করে দেখান হয়েছে, সেটি ডিলিট করার জন্য। প্রথমটি একবারে মূল প্রাইমারী পার্টিশন অথর্াৎ C ড্রাইভ মূছে ফেলার জন্য। যদি আপনার নন ডস পার্টিশন না থাকে তাহলে চতুর্থ অপশনটিতে হাত দেবার কোন দরকার নেই - নইলে এই অপশনটি সবার আগে ব্যবহার করে নন ডস পার্টিশনগুলো মুছে ফেলতে হবে। আমাদের বর্তমান উদাহরন অনুযায়ী কাজ করতে হলে তৃতীয় অপশন দিয়ে শুরু করতে হবে।

কিবোর্ডে 3 প্রেস করে এন্টার দিন এরপর আপনি যে স্ক্রিনটি দেখতে পাবেন তাতে সর্বশেষ ড্রাইভ অথর্াৎ উদাহরন অনুযায়ী G প্রেস করুন। তারপর ভলিউম লেবেল যেটা স্ক্রিনের উপরের দিকে দেখতে পাবেন তা টাইপ করুন। শেষে কনফার্ম করার জন্য `y

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.